নীলম তেলি একজন সমাজকর্মী। মুম্বাইয়ের মিরা রোডে পথশিশুদের নিয়ে কাজ করেন তিনি।
ইন্টারনেট ব্রাউজ করতে করতে একটি ভাইরাল হওয়া ভিডিও রণদীপের নজর কাড়ে। সেখানে একজন সমাজকর্মীর একটি মানবিক সাহায্যের আবেদন তার হৃদয়ে নাড়া দেয়। পথশিশুদের জন্য পরিচালিত একটি স্কুলের সব আসবাবপত্র ও শিক্ষা উপকরণ পানিতে ভেসে গিয়েছিল। সমাজকর্মী নীলম ওই ভিডিওতে এজন্য সাহায্যের আহ্বান জানায়।
এই প্রেক্ষিতে অভিনেতা রণদীপ তাকে সহায়তা করার সিদ্ধান্ত নেন। রোববার (২১ জুলাই) তিনি প্রয়োজনীয় আসবাবপত্র ও অন্যান্য উপকরণ ওই নারী ও শিশুদের উপহার দেন। উপহারসহ এই অভিনেতাকে কাছে পেয়ে দারুণ উচ্ছ্বসিত সমাজকর্মী নীলম ও তার স্কুলের শিশুরা।
গত বছর কেরালায় বন্যার্তদের খাদ্যসামগ্রী পরিবেশন করার লক্ষ্যে খালসা এইড ইন্টারন্যাশনাল নামের একটি সমাজসেবা প্রতিষ্ঠানের সঙ্গে একাত্ম হয়েছিলেন রণদীপ। এবার পথশিশুদের পাশে দাঁড়িয়ে তার সামাজিক দায়বদ্ধতার অনুভূতি সবার সামনে ভালো করেই উপস্থাপন করলেন।
রণদীপ হুদা সম্প্রতি ইমতিয়াজ আলির পরবর্তী সিনেমার শুটিং শেষ করেছেন। এই সিনেমায় তার সঙ্গে কার্তিক আরিয়ান ও সারা আলি খান অভিনয় করেছেন। বর্তমানে সাই কবিরের ‘মর্দ’ সিনেমার শুটিং করছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
এমকেআর/জেআইএম


