ঢাকা, সোমবার, ১১ কার্তিক ১৪৩২, ২৭ অক্টোবর ২০২৫, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

জন্মদিনে সঞ্জয় দত্তের সিনেমা ‘প্রস্থানম’র টিজার প্রকাশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩০, জুলাই ৩১, ২০১৯
জন্মদিনে সঞ্জয় দত্তের সিনেমা ‘প্রস্থানম’র টিজার প্রকাশ ‘প্রস্থানম’ সিনেমার দৃশ্যে সঞ্জয় দত্ত

নিজের জন্মদিনে ভক্তদের একসঙ্গে দু’টি উপহার দিলেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। একটি হলো, ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমার ভিলেন চরিত্রে তার প্রথম লুক। আরেকটি হলো তার নতুন সিনেমা ‘প্রস্থানম’র টিজার। ২০১০ সালের একটি তেলুগু সিনেমা ‘প্রস্থানম’ হিন্দিতে একই নামে রিমেক করছেন মুন্নাভাই’খ্যাত এই অভিনেতা।

‘বয়স একটি সংখ্যা মাত্র,’ নিজের ৬০তম জন্মদিনে বললেন সঞ্জয় দত্ত। মঙ্গলবার (২৯ জুলাই) তার জন্মদিনকে মাইলফলক হিসেবে স্মরণীয় করে রাখলেন ‘মুন্না ভাই’।

জন্মদিনে নিজের টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করলেন ‘প্রস্থানম’ সিনেমার টিজার।

টিজারের শুরুতেই দৃশ্যের ব্যাকগ্রাউন্ডে সঞ্জয় দত্তের কণ্ঠে শোনা যায়, ‘যদি আপনারা আমাদের অধিকার দেন, তাহলে রামায়ণ বিরাজ করবে। আর যদি তা আমাদের কাছ থেকে কেড়ে নেন, তাহলে মহাভারত রচিত হবে। ’

সিনেমাটিতে একজন রাজনীতিকের চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। মূলত রাজনৈতিক ক্ষমতার লড়াইকে কেন্দ্র করেই সিনেমাটির কাহিনী আবর্তিত হয়েছে।  

‘প্রস্থানম’ পরিচালনা করছেন এর মূল তেলুগু সিনেমার পরিচালক দেবা কাট্টা। প্রযোজনা করছেন সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা দত্ত। প্রযোজনা প্রতিষ্ঠান সঞ্জয় এস দত্ত প্রডাকশনসের ব্যানারে সিনেমাটি পরিবেশিত।

সিনেমাটিতে সঞ্জয় দত্তের পাশাপাশি আরও অভিনয় করেছেন মনীষা কৈরালা, জ্যাকি শ্রফ, চাংকি পাণ্ডে, আলি ফজল, সত্যজিত দুবে প্রমুখ। সঙ্গীত করেছেন অরিজিৎ সিংহ।  

চলতি বছরের ২০ সেপ্টেম্বর সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে।

‘প্রস্থানম’ সিনেমার টিজার:


বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।