পশ্চিমবঙ্গের একটি সংবাদমাধ্যমে রানু মণ্ডলের ম্যানেজার অতীন্দ্র চক্রবর্তী জানান, রানুকে সালমান খানের বাড়ি উপহার দেওয়ার বিষয়টি একেবারে গুজব। রানু থাকার জন্য নতুন বাড়ি পেয়েছেন।
কলকাতার রেলস্টেশনে গান করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন রানু মণ্ডল। সম্প্রতি বলিউড সিনেমায় হিমেশ রেশমিয়া তাকে গান করার সুযোগ করে দেওয়ার পর আলোচনার শীর্ষে উঠে আসেন তিনি।
এরপরই শোনা যায়, রানুর গানে মুগ্ধ হয়ে তাকে ৫৫ লাখ রুপি মূল্যের একটি বাড়ি উপহার দিচ্ছেন সালমান খান। যদিও পরবর্তীতে বিষয়টির সত্যতা খুঁজে পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
জেআইএম/


