মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে কথাগুলো লিখেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সম্প্রতি তার নাম ব্যবহার করে একটি আপত্তিকর ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে বলে তার অভিযোগ।
এরই মধ্যে বিষয়টি নিয়ে মেহজাবীন আইনের শরণাপন্ন হয়েছেন বলেও জানিয়েছেন। ফেসবুকে তিনি লেখেন, ‘আমি ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে যারা এসব বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন বা ছড়াতে সাহায্য করছেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি। ’
২০০৯ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মধ্যদিয়ে মিডিয়াতে পা ফেলেন মেহজাবীন চৌধুরী। দশ বছর ধরে অসংখ্য নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। উপহার দিয়েছেন দর্শকপ্রিয় বহু নাটক।
বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
জেআইএম


