ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পূজা উপলক্ষে লেমিস গাইলেন ‘বল দুর্গা মাইকি জয়’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
পূজা উপলক্ষে লেমিস গাইলেন ‘বল দুর্গা মাইকি জয়’ লেমিস-মোল্লা জালাল

দুর্গোৎসব উপলক্ষে কণ্ঠশিল্পী লেমিসের কণ্ঠে প্রকাশ পেলো ‘বল দুর্গা মাইকি জয়’ শিরোনামের গান-ভিডিও। সাংবাদিক নেতা বিএফইউজে সভাপতি মোল্লা জালালের কথায় গানটির সুর-সঙ্গীতায়োজন করেছেন বাসুদেব ঘোষ।

গানটিতে উঠে এসেছে হিন্দু মাইথলজির সব নিগূঢ় তত্ত্ব। আর গানটি শুধু হিন্দু জাতিগোষ্ঠী নয়, বোধসম্পন্ন সবশ্রেণীর মানুষের মধ্যে ভালোলাগা তৈরি করবে।

এই গান প্রসঙ্গে মোল্লা জালাল বলেন, ‘দুর্গা আদি শক্তি। ব্রম্মা-বিষ্ণু ও মহেশ্বর- এই তিন দেবতা তাদের চেতনা দীপ্ত শক্তিতে দুর্গাকে সৃষ্টি করেন জগতের তাবত অনাচার বিনাশ করার জন্য। দুর্গা কৈলাসে অবস্থান করেন। প্রতিবছর ধরাধামে আসে নরকূলের সব অকল্যাণ দূর করতে। নরকূল বলতে সমগ্র মানবজাতিকে বুঝায়। হিন্দু মাইথলজিতে অসংখ্য পূজা আছে। কিন্তু উৎসব একটাই, তা হচ্ছে দুর্গোৎসব। ’ 

‘সমগ্র মানব জাতির কল্যাণ বয়ে আনে বলেই একে সর্বজনীন বলা হয়। এ কারণেই জয়ধ্বনিতে বলা হয়, বল দুর্গা মাইকি জয়। এ আহবান সমগ্র মানব জাতির জন্য। হিন্দু মাইথলজির এসব বিষয়ই এ গানটি লিখতে আমাকে প্রেরণা যুগিয়েছে। তরুণ প্রজন্মের জনপ্রিয় শিল্পী লেমিসও ভালো গেয়েছেন। ’ 

পুরো গানের ভিডিও হয়েছে ঢাকেশ্বরী মন্দিরে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ত্রিতাল মিউজিক অ্যান্ড ড্রামার ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় ‘বল দুর্গা মাইকি জয়’।

ভিডিও:

 বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।