ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মার্ভেলে ফিরেছে টম হল্যান্ডের স্পাইডার-ম্যান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
মার্ভেলে ফিরেছে টম হল্যান্ডের স্পাইডার-ম্যান

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে ফিরেছে টম হল্যান্ড অভিনীত সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি স্পাইডার-ম্যান। এ বছরের আগস্ট মাসে স্পাইডার-ম্যানকে ঘিরে মতানৈক্যের কারণে চরিত্রটির রূপকার সনি ও মার্ভেল স্টুডিওস পৃথক হয়ে যায়। তবে সবশেষ খবর হলো, স্পাইডার-ম্যানের অন্তত আরও একটি সিক্যুয়েল একসঙ্গেই বানাতে সম্মত হয়েছে প্রতিষ্ঠান দু’টি।

হলিউডভিত্তিক সংবাদমাধ্যম ডেডলাইন জানায়, মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের স্পাইডার-ম্যান ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমার জন্য মাকড়শা-মানবরূপে টম হল্যান্ড ফিরছেন।  

স্পাইডার-ম্যান সিনেমার স্বত্বাধিকারী সনি পিকচারস।

মার্ভেল স্টুডিওসের সঙ্গে যৌথভাবে ইতোমধ্যে দু’টি সিনেমা বানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’ সিনেমার পর সিনেমায় চরিত্র ভাগাভাগি বিষয়ে মতভেদ তৈরি হয় তাদের মধ্যে। এর ফলে পরস্পর থেকে পৃথক হয়ে যায় প্রতিষ্ঠান দু’টি। তাদের চুক্তি অনুযায়ী টম হল্যান্ডকে স্পাইডার-ম্যান চরিত্রে অভিষিক্ত করা হয়েছিল। ২০১৬ সালে ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ সিনেমায় তিনি প্রথম আবির্ভূত হন। চুক্তিটি গত মাসে শেষ হয়।

এরপর টম হল্যান্ড স্পাইডার-ম্যান হিসেবে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ (২০১৭), ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ (২০১৮), ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ (২০১৯) এবং ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’ (২০১৯) সিনেমাগুলোতে অভিনয় করেছেন।  

টম হল্যান্ড অভিনীত স্পাইডার-ম্যানের পরের কিস্তি মুক্তির তারিখ নির্ধারিত হয়েছে ১৬ জুলাই ২০২১।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।