ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মিশা-জায়েদ ও মৌসুমী-তায়েব প্যানেলের মনোনয়নপত্র সংগ্রহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৯
মিশা-জায়েদ ও মৌসুমী-তায়েব প্যানেলের মনোনয়নপত্র সংগ্রহ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২১ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৫ অক্টোবর। মঙ্গলবার (০১ অক্টোবর) নির্বাচনের মনোনয়নপত্র প্রদানের শুরু ও শেষ দিন ছিল। এদিন মনোনয়নপত্র সংগ্রহ করেছে মিশা-জায়েদ ও মৌসুমী-তায়েব প্যানেল। এবার এই দুইটি প্যানেলই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) অবস্থিত শিল্পী সমিতির কার্যালয় থেকে প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চনের হাত থেকে দুই প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।  

এ প্রসঙ্গে মিশা সওদাগর বাংলানিউজকে বলেন, ‘আজই মনোনয়নপত্র সংগ্রহের শুরু ও শেষ সময় ছিল।

আমি কক্সবাজারে শুটিংয়ে থাকায় সরাসরি উপস্থিত থাকতে পারিনি। তবে আমাদের প্যানেলের পক্ষে থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে, ৩ অক্টোবর জমা দেবো। এর একদিন পরই প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। এরপর প্যানেল নিয়ে প্রচারণায় মাঠে নামবো। ’ 

জানা যায়, সমিতির নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ৭ অক্টোবর। একই দিন জানা যাবে চূড়ান্ত প্রার্থীদের নাম। এবার নির্বাচনে মোট ভোটার ৪৪৯ জন। সমিতির বিদায়ী সভাপতি ছিলেন মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।