ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দর্শক মাতাতে ঢাকায় আসছে ‘জোকার’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৯
দর্শক মাতাতে ঢাকায় আসছে ‘জোকার’

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী প্রদর্শনীতেই সমালোচকরা ‘জোকার’ সিনেমার দারুণ প্রশংসা করেছেন। কিছু রিভিউ বলছে, 'জোকার'র অস্কার নিশ্চিত! সিনেমাটি নিয়ে শুরু থেকেই দর্শকদেরও বেশ আগ্রহ দেখা গেছে। ভেনিসের দু’টি প্রেস স্ক্রিনিং ও রেড কার্পেট প্রিমিয়ারে তারই প্রমাণ মেলে। প্রদর্শনী শেষে যখন ফিনিক্সের নাম দেখানো হয় তখন উচ্ছ্বসিত দর্শক হাততালি দিয়ে টানা আট মিনিট দাঁড়িয়ে তাকে সম্মান জানায়।

সাড়ে পাঁচ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত ডিসি ফিল্মসের ‘জোকার’ আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে শুক্রবার (৪ অক্টোবর)। একই দিনে ঢাকার স্টার সিনেপ্লেক্সেও সিনেমাটি মুক্তি পাবে।

গোথাম শহরের এক ব্যর্থ কমেডিয়ানকে নিয়ে ‘জোকার’র গল্প এগিয়ে যায়। শিল্পীর সম্মানের বদলে অবহেলা-অশ্রদ্ধায় ঠকতে ঠকতে একসময় উন্মাদ হয়ে যান তিনি। একপর্যায়ে নিজেই হয়ে যান নৃশংস অপরাধী।  

‘ব্যাটম্যান’র সেই কুখ্যাত খলনায়ক জোকারের ব্যক্তিগত কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ‘জোকার’। এর নাম ভূমিকায় অভিনয় করেছেন জোয়াকুইন ফিনিক্স। জোয়াকুইন ফিনিক্স হলেন ডিসি কমিকস্ সিরিজের সবচেয়ে ভয়ংকর সুপার ভিলেন চরিত্রের রূপদানকারী। ‘দ্য ব্যাটম্যান’ সিনেমার প্রতিশোধ পরায়ণ তুখোড় খলনায়ক ছিলেন তিনি। এবার টোড ফিলিপস্ পরিচালিত ‘জোকার’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন এই অভিনেতা।  

‘জোকার’ ডিসি কমিকস ইউনিভার্সের অংশ হলেও এতে ব্যাটম্যান বা অন্য কোনো সুপারহিরোকে যুক্ত করা হয়নি। গল্প আবর্তিত হয়েছে শুধু জোকারকে কেন্দ্র করে। সিনেমাটির প্রিমিয়ারে জানানো হয়, এতে আগের কোনো সিনেমার প্রভাব নেই। ফিনিক্স বলেন, তারা চাননি কোনো পুনরাবৃত্তি ঘটুক। এতে আরও অভিনয় করেছেন রবার্ট ডি নিরো ও মার্ক ম্যারন।

ওয়ার্নার ব্রস এবং ডিসি’র আর-রেটেড কমিক বুক সিনেমা ‘জোকার’। তবে এখানে কোন সুপারহিরোকে দেখানো হয়নি। প্রিমিয়ার প্রদর্শনীর পর সবার একটাই মন্তব্য, টোড ফিলিপস ও জোয়াকুইন ফিনিক্স অবিশ্বাস্য একটি কাজ করেছেন। এক কথায় বলতে গেলে অনেকের কাছেই এটি ‘মাস্টারপিস’, কেউ বলছেন ‘চিরস্মরণীয়’, আবার কেউ বলছেন, ‘যুগান্তকারী’।

রোটেন টম্যাটো ইতোমধ্যে ‘জোকার’কে ৮৬ শতাংশ রেটিং দিয়েছে। এ ছাড়া একাধিক সমালোচক ইতোমধ্যে এর ইতিবাচক রিভিউ দিয়েছেন। ভ্যারাইটির সমালোচক ওয়েন গ্লিয়েবারম্যান বলেন, ‘এটি বিরল কমিক-বুক সিনেমা। এখানে এমন কিছু দেখানো হয়েছে যা বাস্তবে ঘটে। ’

বাংলাদেশ সময়: ১৯২৪ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।