ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কন্যা সন্তানের বাবা হলেন তপু, নাম রাখলেন তরী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৯
কন্যা সন্তানের বাবা হলেন তপু, নাম রাখলেন তরী

বাবা হলেন সংগীতশিল্পী রাশেদ উদ্দিন আহমেদ তপু। মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তার স্ত্রী নাজিবা সেলিম কন্যা সন্তান জন্ম দিয়েছেন। নিজের জনপ্রিয় গানের একটি শব্দ থেকে তপু মেয়ের নাম রেখেছেন তরী।

খুশির সংবাদটি তপু তার ফেসবুক অ্যাকাউন্টে জানিয়েছেন। স্ত্রী ও নবজাতকের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘সর্বশক্তিমান আল্লাহর অশেষ রহমতে আমদের কন্যা সন্তান হয়েছে।

সবাই আমাদের ছোট তরীর জন্য দোয়া করবেন। ভালোবাসা। ’

তপুর গাওয়া জনপ্রিয় গান ‘নূপুর’। এই গানের কথা -‘এক পায়ে নূপুর আমার, অন্য পা খালি/ এক পাশে সাগর এক পাশে বালি/ তোমার ছোট তরী বলো, নেবে কি?’ এখান থেকে তরী শব্দটি নিয়ে নিজের মেয়ের নাম রেখেছেন তিনি।

২০১২ সালের ২৩ আগস্ট রাশেদ উদ্দিন আহমেদ তপু ও নাজিবা সেলিমের বিয়ে হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।