ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সিনেমা পরিচালনা করবেন প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৯
সিনেমা পরিচালনা করবেন প্রিয়াঙ্কা চোপড়া

২০০৩ সাল থেকে বলিউডে বিচরণ প্রিয়াঙ্কা চোপড়ার। ‘অ্যায়েতরাজ’, ‘ফ্যাশন’, ‘সাত খুন মাফ’, ‘বরফি’ ও ‘ম্যারি কম’সহ তার অভিনীত বহু সিনেমা দর্শক নন্দিত হয়েছে। অভিনেত্রী ছাড়াও তার অন্য পরিচয় হচ্ছে তিনি গায়িকা ও প্রযোজক। তার প্রযোজিত সিনেমার মধ্যে রয়েছে- ‘ভেন্টিলেটর’, ‘পাহুনা: দ্য লিটল ভিসিটরস’ এবং সর্বশেষ ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। এতকিছু করার পর সিনেমা পরিচালনা করারও ইচ্ছা প্রকাশ করেছেন এই তারকা।

‘আপনার পরিচালক হওয়ার ইচ্ছে আছে কী?’ সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই প্রশ্ন ছোড়া হয়েছিল প্রিয়াঙ্কাকে। উত্তরে তিনি বলেন, ‘এটি এমন একটি বিষয় যা আমাকে স্নায়ুচাপে ফেলে দেয়।

কারণ এতে অনেক দায়বদ্ধতা থাকে। তবে আস্তে আস্তে আমি অভিনয় থেকে প্রযোজনায় চলে এসেছি এবং আশা করি কোনো দিন এতেও (সিনেমার পরিচালক) নিজেকে রূপান্তরিত করবো। ’’

‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ পরিচালনা করেছেন সোনালি বোস। এটি তার দ্বিতীয় বলিউড সিনেমা। তাকে নিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি মনে করি না লিঙ্গ দিয়ে কোনো কিছুকে সংজ্ঞায়িত করা যায়। নারী ও পুরুষ যোগ্য নাকি অযোগ্য তা তাদের মেধাই তৈরি করে দেয়। সোনালির সঙ্গে কাজ করা আমার জন্য সম্মানের বিষয় ছিল। আমি মনে করি তিনি একজন অসাধারণ নির্মাতা, যাকে লিঙ্গ দিয়ে আলাদা করা যাবে না। ’

‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমায় আয়েশা চৌধুরীর ভূমিকায় অভিনয় করেছেন জাইরা ওয়াসিম। প্রিয়াঙ্কা চোপড়া ও ফারহান আখতারকে দেখা যাবে জাইরার বাবা-মায়ের চরিত্রে। ইশান চৌধুরী তথা জাইরার ভাইয়ের ভূমিকায় রয়েছেন রোহিত শ্রফ। ১১ অক্টোবর সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।