ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অস্কার মনোনীত অভিনেত্রী ডিয়াহান ক্যারল আর নেই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৯
অস্কার মনোনীত অভিনেত্রী ডিয়াহান ক্যারল আর নেই

অস্কার মনোনীত অভিনেত্রী ও সংগীতশিল্পী ডিয়াহান ক্যারল ৮৪ বছর বয়সে মারা গেছেন। তিনি প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেত্রী ছিলেন যিনি টিভি ধারাবাহিকে চাকরের চরিত্র ছাড়া অন্য কোন ভূমিকায় অভিনয় করেছিলেন।

ক্যারলের মেয়ে সুসান কে একটি সংবাদ সংস্থাকে জানান, তার মা শুক্রবার (৪ অক্টোবর) লস এঞ্জেলেসে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।

 

ডিয়াহান ক্যারল তার দীর্ঘ ক্যারিয়ারে সম্মানজনক টনি অ্যাওয়ার্ড লাভ করেন। এছাড়া ক্লাউডিন (১৯৭৪) সিনেমার অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি সেরা অভিনেত্রী হিসেবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন।  

১৯৮৬ সালে এমি অ্যাওয়ার্ডস লস এঞ্জেলেসে গায়ক ভিক ড্যামোনের সঙ্গে ক্যারল

ক্যারল সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছিলেন জুলিয়া চরিত্রের জন্য। টিভি সিরিজে জুলিয়া বেকার একজন নার্সের চরিত্র, যার স্বামী ভিয়েতনামে মারা গিয়েছিল। এই সাড়া জাগানো সিরিজটি ১৯৬৮-১৯৭১ সালে টিভিতে প্রচারিত হয়েছিল।

ক্যারলের চতুর্থ স্বামী ছিলেন সংগীতশিল্পী ভিক ড্যামন (১৯৮৭-১৯৯৬)।  মেয়ে সুসান কে ছাড়াও দুই দৌহিত্র অগাস্ট ও সিডনীর মধ্যে ক্যারলের পরম্পরা টিকে রয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।