ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ কে হচ্ছেন সেরাদের সেরা?

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৯
‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ কে হচ্ছেন সেরাদের সেরা? ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ কে হচ্ছেন সেরাদের সেরা?

ঢাকা: বাংলা ভাষা নিয়ে মেধাভিত্তিক টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ তৃতীয় বর্ষের মহোৎসব ১১ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শুক্রবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ওই তৃতীয় বর্ষের মহোৎসব অনুষ্ঠিত হবে। ওইদিন সরাসরি সম্প্রচার দেখতে চোখ রাখুন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে চ্যানেল আই’র পর্দায়।

বাছাইপর্ব এবং স্টুডিও পর্বগুলো শেষে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ তৃতীয়বর্ষ এখন শেষ পর্যায়ে। কোটি দর্শকের অধীর অপেক্ষা কে হবে এবারের ইস্পাহানি মির্জাপুর সেরা বাংলাবিদ ২০১৯? চূড়ান্ত পর্যায়ে সেরা ৬ বাংলাবিদ-ময়মনসিংহের অন্তিকা জান্নাত, ঢাকার সুমেহরা কবীর, বরিশালের অয়ন চক্রবর্তী ও খাতুনে জান্নাত প্রাপ্তি, রাজশাহীর শাজেদুর রহমান শাহেদ ও চট্টগ্রামের সাকিরা নূর মজুমদার লড়ছে সেরাদের সেরা হওয়ার যুদ্ধে।

মহোৎসবের সেরা ছয় বাংলাবিদের মধ্যে শীর্ষস্থান অধিকারী জিতে নেবে ১০ লাখ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী জিতে নেবে  যথাক্রমে তিন লাখ টাকা ও দু’লাখ টাকার মেধাবৃত্তি। এছাড়া ও প্রথম দশজন প্রতিযোগী পাচ্ছে ১টি ল্যাপটপসহ ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্যে ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি।

বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় দেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল আইয়ে প্রচারিত হয়।

এ প্রতিযোগিতার উদ্দেশ্য হচ্ছে নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা, বানান ও ব্যবহার ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে মেধা ও মননের শ্রেষ্ঠ ব্লেন্ডেরবা মিশেলের মানুষদের খুঁজে বের করা । যারা বাংলাকে হৃদয়ে ধারণ করে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।