শুক্রবার (১১ অক্টোবর) থেকে ঢাকায় শুরু হচ্ছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব। এ উৎসবের দ্বিতীয় দিন (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় মহিলা সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘গোলাপজান’র ১৩৭তম প্রদর্শনী।
‘গোলাপজান’ হলো আদি ঢাকার জীবন-জীবিকার স্মৃতিময় উচ্চারণ। ৬৫ বছরের অভিজ্ঞতায় আদি ঢাকার সাধারণ নারী গোলাপজান বর্ণনা করেন তার শৈশব-কৈশোর, যৌবন থেকে প্রৌঢ়ত্বে পৌঁছার সংগ্রামী কাহিনি। বিশ শতকের মধ্যভাগে ঢাকার শ্রমজীবি একজন নারীর ধনবাদী সমাজ ব্যবস্থা বিকাশের ধারায় ক্রমাগত সংগ্রামী হয়ে ওঠার কাহিনি ‘গোলাপজান’।
এদিকে থিয়েটার আর্ট ইউনিটের নাট্যযাত্রায় নতুন নাট্যকর্মী আহ্বান করা হয়েছে। আবেদন ফরম পাওয়া যাবে থিয়েটার কর্ণার (বেইলী রোড), বিদিত (৩৯ অজিজ সুপার মার্কেট) এবং চিলেকোঠা (জাতীয় নাট্যশালা)। আবেদন করার শেষ তারিখ ১৩ অক্টোবর ২০১৯। আবেদনকারীদেরকে নাট্যকর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে দলের নিয়মিত কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করা হবে।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
ওএফবি


