ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

১০ বছর পর তিমির নন্দীর নতুন অ্যালবাম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৯
১০ বছর পর তিমির নন্দীর নতুন অ্যালবাম

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক তিমির নন্দী। চলতি বছর প্রখ্যাত এ সংগীতশিল্পী তার ক্যারিয়ারের ৫০ বছর পূর্ণ করেছেন। তবে গত দশ বছর ধরে নতুন কোনো অ্যালবাম প্রকাশ পায়নি তার।

এবার দীর্ঘ দশ বছর পর বিরতি ভেঙে ক্যারিয়ারের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নতুন অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন গুণী এ শিল্পী। নতুন অ্যালবামটির নাম ‘মেঘলা দু’চোখ’।

শুক্রবার (১১ অক্টোবর) রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে সন্ধ্যা ৬টায় অ্যালবামটি প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জি সিরিজের ব্যানারে এটি বাজারে আসছে।

এ প্রসঙ্গে তিমির নন্দী বলেন, ২০০৯ সালে আমার সংগীত জীবনের ৪০ বছর পূর্তিতে সর্বশেষ অ্যালবামটি প্রকাশ করেছিলাম। এবার এক দশক পর নতুন অ্যালবাম শ্রোতাদের উপহার দিচ্ছি।

‘মেঘলা দু’চোখ’ অ্যালবামের মৌলিক-আধুনিক ১৪টি গান থাকছে। গানগুলোর কথা লিখেছেন-আয়েত হোসেন উজ্জ্বল, খোকন সিরাজুল ইসলাম, মো. রফিকুল হাসান, জাহিদ খান, হারুন মো. আফজাল, সৈকত বিশ্বাস, এস এম আব্দুর রহিম, ইমতিয়াজ ইকরাম, হামিদুল্লাহ দুলাল ও আলী আসকার নুটু। একটি বাদে সবগুলো গানের সুর করেছেন তিমির নন্দী নিজেই।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।