ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আবরার হত্যা নিয়ে মুখ খুললেন ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
আবরার হত্যা নিয়ে মুখ খুললেন ইলিয়াস কাঞ্চন আবরার ফাহাদ-ইলিয়াস কাঞ্চন

সামাজিক যোগাযোগসহ বিভিন্ন মাধ্যমে চলছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ। এককথায় সবশ্রেণীর মানুষ এ হত্যার তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি করছেন। মেধাবী আবরার হত্যার প্রতিবাদে এবার মুখ খুললেন গুণী অভিনেতা ও নিরাপদ সড়ক চাই’র (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

গত ৭ অক্টোবর বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন কাঞ্চন। নিসচার পক্ষ থেকে এই নৃশংস ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘এই ঘটনা আমাদের হৃদয়কে ব্যথিত করেছে।

মহান আল্লাহ রাব্বুল আলামিন যেনো আবরার ফাহাদের বাবা-মা, আত্মীয়-স্বজন ও সহপাঠী সকলকে এই কঠিন মুহূর্তে ধৈর্য্যধারন করার তৌফিক দেন। সেইসঙ্গে দোষীদের বিচারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে আশ্বাস প্রদান করেছেন তার উপরও আস্থা রয়েছে আমাদের। ’

ইলিয়াস কাঞ্চন আরও বলেন, ‘যেখানে মেধার চর্চা হয় সেখানে প্রাণহরণ কখনই কাম্য হতে পারে না। এ ধরনের ঘটনা অনাকাঙ্খিত, অনভিপ্রেত ও হৃদয়বিদারক। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেনো এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় এই ব্যাপারে সকলের সহযোগিতা আশা করছি। দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানসমূহে যাতে শিক্ষার পরিবেশ বিঘ্নিত এবং এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য সংশ্লিষ্ট সকল মহলের হস্তক্ষেপও কামনা করছি। ’

নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন দৃঢ়তার সঙ্গে আরও বলেন, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড। সেই মেরুদণ্ড যদি ঘুনপোঁকায় আক্রমণ করে মেধার ক্ষয় করে, সেখানে মেধাবীদের মেধার বিকাশ ঘটে না। এ ধরনের অবস্থা অভিভাবক সমাজকে আতঙ্কিত করে তুলবে। আমরা সকল ধরনের আশঙ্কা এবং আতঙ্কমুক্ত শিক্ষাঙ্গন চাই। চাই মুক্তবুদ্ধি চর্চা। চাই প্রাণবন্ত পরিবেশে আমাদের আগামীর প্রজন্ম বেড়ে উঠুক। সরকার এবং শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক এবং শিক্ষকসমাজ নিশ্চযই আমাদের আশ্বস্ত করবেন। ’

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।