ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

স্মাইল শো’তে গাইবে ব্যান্ডদল নকশীকাঁথা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
স্মাইল শো’তে গাইবে ব্যান্ডদল নকশীকাঁথা ব্যান্ডদল নকশীকাঁথা

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান স্মাইল শো’র এবারের পর্বে গান গাইবে ব্যান্ডদল নকশীকাঁথা। খন্দকার ইসমাইলের উপস্থাপনা ও পরিচালনায় স্মাইল শো’র এই পর্বের বিষয় ‘কথা’। অনুষ্ঠানটি প্রতি মাসের দ্বিতীয় শনিবার প্রচারিত হয়। 

সেই ধারাবাহিকতায় শনিবার (১২ অক্টোবর)  রাত ১১ টায় এবারের পর্বে গাইবে নকশীকাঁথা।  

আমরা বেশিরভাগ সময় বুঝে না বুঝে অনেক কথা বলে ফেলি, যা নিজেদেরই ক্ষতি ডেকে আনে।

পরে সেই কথার জন্য অনুতপ্ত হই। এরই মধ্যে সর্বনাশ যা হওয়ার, তা হয়ে যায়। কিন্তু বুঝে-শুনে কথা বললে সেই ক্ষতির আশঙ্কা একেবারেই থাকে না। এ বিষয়টিকে কেন্দ্র করেই এই অনুষ্ঠান।

স্মাইল শো’র এবারের পর্বে সাজেদ ফাতেমীর লেখা ও সুরে নকশীকাঁথা ব্যান্ড গাইবে ‘কথা হইলে মধুর বানী’ শিরোনামে একটি বিদ্রূপাত্মক গান। আরও থাকছে জনপ্রিয় কৌতুক অভিনেতা কাজলের গান ‘ইষ্টিশন নাই মুখের কথার’। জার্মান প্রবাসী শিল্পী লুৎফর ও সেঁজুতি গাইবেন যশোর অঞ্চলের শিল্পী গুরুপদ গুপ্তের লেখা ও সুরে ‘ও মানুষ’। এছাড়া সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত কিছু আয়োজনও থাকছে।

এটিএন বাংলার  জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান স্মাইল শো’র গ্রন্থনা করেছেন ফজল আমিন। প্রযোজনা করেছেন মোকাদ্দেম বাবু।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।