ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

লন্ডনের রয়্যাল আলবার্ট হলে প্রদর্শিত হলো ‘বাহুবলি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
লন্ডনের রয়্যাল আলবার্ট হলে প্রদর্শিত হলো ‘বাহুবলি’

ইতিহাসে এই প্রথমবার ইংরেজি ছাড়া ভিন্ন ভাষার কোনো সিনেমা লন্ডনের ঐতিহাসিক রয়্যাল আলবার্ট হলে প্রদর্শিত হলো। আর এই সম্মানজনক প্রদর্শনীটি ছিল ভারতের সর্বকালের ব্লকবাস্টার ‘বাহুবলি: দ্য বিগিনিং’ সিনেমার।

সিনেমাটির প্রদর্শন শেষে রীতিমতো দাঁড়িয়ে সংবর্ধনা জানান দর্শকরা। আর এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বাহুবলির কলা-কুশলীরাও।

 

রয়্যাল আলবার্ট হল

বাহুবলির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে জানানো হয়, উদ্বোধনের পর রয়্যাল আলবার্ট হলের ১৪৮ বছরের ইতিহাসে এই প্রথম কোনো নন ইংলিশ সিনেমা প্রদর্শিত হলো। এটা সত্যিই একটি ঐতিহাসিক ঘটনা। সঙ্গে একটি ভিডিও শেয়ার করা হয়েছে।

দর্শকদের সংবর্ধনা গ্রহণ করেন বাহুবলির তারকারা

ভিডিওতে দেখা যায়, প্রদর্শনী শেষে মঞ্চে উপস্থিত হন বাহুবলির তারাকারা। প্রভাস, রানা দগ্গবতি, আনুশকা শেঠি, এস এস রাজামৌলি সবার সামনে এসে অভিবাদন জানান। তখন হলভর্তি দর্শক দাঁড়িয়ে সংবর্ধনা ও উচ্ছ্বাস প্রকাশ করেন। বাহুবলির কুশীলবদের জন্য এটা নিঃসন্দেহে বড় একটি সম্মানজনক অধ্যায়।

প্রদর্শনী শেষে প্রশ্নোত্তর পর্বে বাহুবলির কুশীলবরা

প্রদর্শনী শেষে একটি প্রশ্নোত্তর পর্বে কথা বলেন প্রভাস, রানা দগ্গুবতি, আনুশকা ও এসএস রাজামৌলি।

রাজামৌলি এখন ইতিহাসনির্ভর ‘আরআরআর’ সিনেমার কাজে ব্যস্ত।  এতে অভিনয় করছেন রামচরণ ও জুনিয়র এনটিআর।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।