ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সৃজিতের ফেলুদা হচ্ছেন টোটা রায় চৌধুরী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
সৃজিতের ফেলুদা হচ্ছেন টোটা রায় চৌধুরী

প্রথমবার ওয়েব সিরিজ নির্মাণ করছেন সৃজিত মুখার্জি। উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার ও লেখক সত্যজিৎ রায়ের ফেলুদাকে নতুন আঙ্গিকে সিরিজ আকারে তুলে ধরতে যাচ্ছেন তিনি।

কিছুদিন আগে ‘ফেলুদা ফেরত’ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন পশ্চিমবঙ্গের এই নন্দিত নির্মাতা। তবে এতে কে ফেলুদার চরিত্রে অভিনয় করবেন তা তখন জানাননি।

এবার সে রহস্য উন্মোচিত হলো, সৃজিতের ফেলুদা হয়ে পর্দায় হাজির হতে যাচ্ছেন অভিনেতা টোটা রায় চৌধুরী।  

পশ্চিমবঙ্গের একটি সংবাদমাধ্যমকে সৃজিত বলেন, আমি ফেলুদার চরিত্রে টোটা রায় চৌধুরীকে নিচ্ছি।  

‘ছিন্নমস্তার অভিশাপ’ ও ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’র গল্প অবলম্বনে ‘ফেলুদা ফেরত’ নির্মিত হবে। এরই মধ্যে সত্যজিৎপুত্র সন্দীপ রায় থেকে ওয়েব সিরিজটির স্বত্ব নিয়েছেন সৃজিত। প্রকাশ করেছেন এর একটি পোস্টারও। এখন শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

জানা যায়, প্রি-প্রোডাকশনের কাজ গুছিয়ে মাসখানের মধ্যে এর শুটিং শুরু করবেন সৃজিত।

এতে জটায়ুর চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে। আগামী বছর ‘ফেলুদা ফেরত’ আড্ডা টাইমসে প্রকাশ পাবে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।