ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বঙ্গবন্ধুর বন্দনা রবি চৌধুরীর কণ্ঠে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
বঙ্গবন্ধুর বন্দনা রবি চৌধুরীর কণ্ঠে মুরাদ-রবি-শুক্লা

তুমি মিশে থাকা মাটির মায়ায়/সবুজ ঘাসের নাম/তুমি উড়ে চলা পাখির ডানায়/বাংলার শিরোনাম- বঙ্গবন্ধুর বন্দনায় এমন কথার গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী।

কবি শুক্লা পঞ্চমীর কথায় গানটির সুর করেছেন মুরাদ নূর। সম্প্রতি গানটির সংগীতায়োজক মুশফিক লিটুর স্টুডিওতে গানটি রেকর্ড হয়।

 

বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপন উপলক্ষে নির্মিত বিশেষ এই গান প্রসঙ্গে রবি চৌধুরী বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। জাতির পিতার শতবর্ষ উদযাপনে মৌলিক সৃষ্টি থাকবে না, তা কী হয়! আমি, নূর, শুক্লা’র সমন্বয়ে ‘বাংলার শিরোনাম’ নির্মিত হচ্ছে। কথা-সুর আমার বেশ লাগা তৈরি করেছে, তাই গানটি কণ্ঠে তুলেছি। আমার বিশ্বাস, গানটি সবার মধ্যে ভালোলাগা তৈরি করবে। ’

মুরাদ নূর-রবি চৌধুরীসুরকার মুরাদ নূর বলেন, ‘আমি বিশ্বাস করি- বঙ্গবন্ধু একটি বিশ্বাসের নাম। পৃথিবীর ইতিহাসে সাফল্যের একটি নাম। তার দেশে আমার জন্ম। আমি ধন্য। বিশেষ মানুষ, বিশেষ দিনে কিছু সৃষ্টি করা খুবই আনন্দের আর সম্মানের। অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হয়। আমাদেরও তাই হয়েছে। কবি মাসুদ পথিকের কথায় বঙ্গবন্ধুকে নিয়ে আরেকটি গানও করছি। দু’টি গান খুব করে অন্তরে লালন করে সময় নিয়ে তৈরি করছি। গানে রয়েছে জাতির পিতার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। তাকে নিয়ে কাজ করতে পেরে আমি গর্বিত। ’ 

কবি শুক্লা পঞ্চমী বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে বাংলার শিরোনাম অনেক আগেই লিখেছি। পরিকল্পনা করে অপেক্ষায় ছিলাম একটি বিশেষ দিনের। কবিতায় নূর (মুরাদ নূর) অসাধারণ সুর করেছে। আমি মুগ্ধ। রবি’দা তো অসাধারণ গুণী শিল্পী। দারুণ গেয়েছেন তিনি। আর জাতির পিতা তো একজনই। সৃষ্টিও একটি। আশা করছি প্রশংসনীয় কিছু হবে। ’

বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপন উপলক্ষে ‘বাংলার শিরোনাম’র অডিও-ভিডিও বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হবে বলে সুরকার মুরাদ নূর জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।