ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

ফের প্রসেনজিতকে নিয়ে গৌতম ঘোষের সিনেমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪২, নভেম্বর ২৭, ২০১৯
ফের প্রসেনজিতকে নিয়ে গৌতম ঘোষের সিনেমা গৌতম ঘোষ-প্রসেনজিৎ

আবারও যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণের উদ্যোগ নিলেন পশ্চিমবঙ্গের নন্দিত নির্মাতা গৌতম ঘোষ। এতে নায়ক হিসেবে থাকছেন প্রসেনজিৎ। তবে নায়িকার বিষয়টি চূড়ান্ত না হলেও বাংলাদেশে থেকে নেওয়া হবে। এছাড়াও থাকবেন দুই বাংলার কয়েকজন শিল্পী।

ভারতীয় একটি সংবাদমাধ্যমকে গৌতম ঘোষ জানান, বর্তমানে তিনি ভারত-ইউরোপের একটি প্রজেক্ট নিয়ে কাজ করছেন। এটি সম্পন্ন হওয়ার পরেই বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমা বিষয়ে বিস্তারিত জানাবেন।

এর আগে ২০১০ সালে যৌথ প্রযোজনায় গৌতম ঘোষ বানিয়েছিলেন ‘মনের মানুষ’ নামের সিনেমা। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন প্রসেনজিৎ।  

এরপর ২০১৬ সালে নির্মাণ করেছিলেন ‘শঙ্খচিল’। সেখানেও নায়ক হিসেবে ছিলেন কলকাতার অন্যতম নায়ক প্রসেনজিৎ। নায়িকা হিসেবে বাংলাদেশ থেকে ছিলেন কুমসুম শিকদার।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।