ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

যৌন নিপীড়নের অপরাধে কোরিয়ান পপস্টারের ৬ বছরের কারাদণ্ড

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৭, নভেম্বর ২৯, ২০১৯
যৌন নিপীড়নের অপরাধে কোরিয়ান পপস্টারের ৬ বছরের কারাদণ্ড

জনপ্রিয় কোরিয়ান পপস্টারকে যৌন নিপীড়ন ও আপত্তিকর ভিডিও প্রকাশের অপরাধে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন দক্ষিণ কোরিয়ার আদালত। একই অপরাধে আরেকজনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ‘হাই প্রোফাইল’ এই দুই তারকার এমন সাজায় দেশটির সংগীতাঙ্গন হতভম্ব।

শুক্রবার (২৯ নভেম্বর) সিওল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টে সংগীতশিল্পী-গীতিকার জুং জুন-ইয়ং (৩০) এবং সুরকার চুই জং-হুন দোষী সাব্যস্ত (২৯) হওয়ায় তাদের যথাক্রমে ছয় ও পাঁচ বছরের সাজা দিয়েছেন আদালত। পাশাপাশি উভয়কে যৌন সহিংসতা চিকিৎসার জন্য ৮০ ঘণ্টার প্রোগ্রামারে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সুরকার চুই জং-হুন

এ দুই তারকার বিরুদ্ধে অভিযোগ, তারা প্রতিরোধে অক্ষম এমন এক নারীকে যৌন নির্যাতনের সঙ্গে যুক্ত। এছাড়া জুংয়ের বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি ওই নারীর অনুমতি ছাড়া আপত্তিকর ভিডিও ধারণ করেছেন এবং সেটাই সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুদের সঙ্গে শেয়ার করেছেন।  

চলতি বছরের মার্চে এ দুই শিল্পীর যৌন নিপীড়নের অভিযোগ প্রকাশ্যে আসে। এরপর তাদের আইনের আওতায় নিয়ে আসে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮৫৭ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।