ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অনুপম খেরের সোনালি দিনের ছবিটিতে অন্য তারকারা কারা?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৯
অনুপম খেরের সোনালি দিনের ছবিটিতে অন্য তারকারা কারা? সোনালী দিনের একঝাঁক তারকার সঙ্গে এই দুর্লভ ছবিটি শেয়ার করেন অনুপম খের

অনুমপ খের পুরনো দিনের একটি মহামূল্যবান থ্রোব্যাক ছবি, বলা যায় এক টুকরো সোনা, শেয়ার করেছেন তার টুইটার অ্যাকাউন্টে; যা দেখে প্রথমত অনুপম খেরকেই খুঁজে পেতে কষ্ট হতে পারে আপনার। তারপর একে একে অপর তারকাদের চিনতে হলেও যথেষ্ট নিবিড় পর্যবেক্ষণ করতে হবে।

অনুপম খের তার টুইটার পোস্টে জানান, ১৯৮৮ সালে যশ চোপড়ার সিনেমা ‘বিজয়’র শুটিং সেটে এই দুর্লভ ছবিটি তোলা হয়েছিল। এটি যখন তোলা হয়, তখন অনুপমের বয়স ছিল মাত্র ৩৩ বছর।

 

মজার ব্যাপার হলো, সেই ৩৩ বছর বয়সেই অনুপম হেমা মালিনির বাবা এবং রাজেশ খান্নার শ্বশুর চরিত্রে অভিনয় করেন। একইসঙ্গে ঋষি কাপুর ও অনিল কাপুরের দাদুর চরিত্রও ছিল সেটা। মূলত এই চরিত্রটিতে অভিনয় করার কথা ছিল ভারতীয় সিনেমার কিংবদন্তি দিলীপ কুমারের। কিন্তু বিশেষ পরিস্থিতিতে তার পরিবর্তে শ্বশুরের ভূমিকায় অবতীর্ণ হতে হয়েছিল যুবক অনুপমকে।

সোনালী দিনের এই একঝাঁক তারকার সঙ্গে দুর্লভ ছবিটি শেয়ার করেন অনুপম খের

মঙ্গলবার (৩ ডিসেম্বর) পুরনো অ্যালবাম ঘেঁটে এই সোনালি দিনের ছবিটি সবার সঙ্গে শেয়ার করেন অনুপম খের। ছবিতে তার সঙ্গে রয়েছেন বলিউডের একঝাঁক চিরসবুজ তারকা। এই ধূসর ছবিটিতে রয়েছেন রাজেশ খান্না, ঋষি কাপুর, হেমা মালিনি, অনিল কাপুর, মৌসুমী চ্যাটার্জি ও সিনেমাটির পরিচালক যশ চোপড়া।

‘বিজয়’ (১৯৮৮) সিনেমায় অনবদ্য অভিনয়ের স্বীকৃতি স্বরূপ সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড লাভ করেন অনুপম খের।  

আরও পড়ুন: অনুপম খেরের আত্মজীবনী প্রকাশনায় ঋষি কাপুর

অনুপম খেরের সবশেষ সিনেমা ‘হোটেল মুম্বাই’ এখন প্রেক্ষাগৃহে চলছে। সম্প্রতি তার আত্মজীবনী প্রকাশিত হয়েছে, ‘লেসনস লাইফ টট মি আননোয়িংলি’।

আরও পড়ুন: ‘হোটেল মুম্বাই’ আমাকে সবার উপরে মানবতা শেখায়: অনুপম খের

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।