ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মুক্তির অনুমতি পেলো তায়েব-ববির সিনেমা ‘আমার মা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
মুক্তির অনুমতি পেলো তায়েব-ববির সিনেমা ‘আমার মা’ ববি-তায়েব

অভিনেতা-নির্মাতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে ‘আমার মা’ নামের সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ও ডি এ তায়েব। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে সিনেমাটি বিনা কর্তনে মুক্তির অনুমতি পেয়েছে বলে নির্মাতা জানিয়েছেন।  

সিনেমাটিতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আনোয়ারা বেগম।

এস জি প্রোডাকশনের প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে একজন গর্ভধারিণী মায়ের গল্পে।

তায়েব-ববি ছাড়াও এ সিনেমায় বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন- তামান্না, সোহেল খান, জাহিদ হোসেন শোভন, হোমায়রা হিমু, কল্যাণ কোরাইয়া, সুইট, জাহান এম রহমান, শরীফ সারোয়ার, মুকুল চৌধুরী, শিশুশিল্পী টুনটুনিসহ বাংলাদেশ পুলিশের বেশ ক’জন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।