ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

করোনা থেকে সেরে উঠছেন অপেরাশিল্পী প্লাসিডো ডোমিঙ্গো

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০২০
করোনা থেকে সেরে উঠছেন অপেরাশিল্পী প্লাসিডো ডোমিঙ্গো

সময়টা মোটেও ভালো যাচ্ছে না মার্কিন অপেরাশিল্পী প্লাসিডো ডোমিঙ্গোর। গত বছরেই তার উজ্জ্বল ক্যারিয়ারে কালিমা লাগে। তার বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ ওঠার পর ক্যারিয়ারে মন্দা শুরু হয়। সম্প্রতি ধরা পড়ে তার কোভিড-১৯ পজিটিভ। তবে এ যাত্রায় বেঁচে যাচ্ছেন তিনি।

সোমবার (৩০ মার্চ) করোনা ভাইরাসে আক্রান্ত ডোমিঙ্গো জানিয়েছেন, এখন তিনি ভালো বোধ করছেন এবং বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন।

৭৯ বছর বয়সী এই শিল্পী ২২ মার্চ জানান, তিনি করোনায় আক্রান্ত।

মেক্সিকোর একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এরপর তিনি আইসোলেশনে যান। তার জ্বর ও কাশি ছিল। তিনি জানান, শুরু থেকেই তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে ছিলেন।  

ডোমিঙ্গো বলেন, এখন আমার চিন্তাজুড়ে রয়েছে তাদের কথা যারা এই রোগে ভুগছেন আর যারা তাদের জীবন বাঁচাতে সেবা দিয়ে যাচ্ছেন।

তার প্রতি ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, আমি আবারও সবাইকে নিরাপদে বাড়িতে থাকার জন্য অনুরোধ করছি।

গত বছর বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে একাধিক নারী ডোমিঙ্গোর বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ তুলে ধরেন। লস অ্যাঞ্জেলস অপেরা এবং ওয়াশিংটন ন্যাশনাল অপেরার ব্যবস্থাপনার দায়িত্বে থাকাকালে প্লাসিডো ডোমিঙ্গো তার ক্ষমতার অপব্যবহার করেছিলেন বলে অভিযোগ করেন ওই নারীরা। আমেরিকান গিল্ড অব মিউজিক্যাল আর্টিস্টস ওই অভিযোগের সত্যতা পাওয়ার পর ক্ষমা চেয়ে নিয়েছিলেন ডোমিঙ্গো।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।