ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

করোনা মোকাবিলায় একসঙ্গে শাহরুখ-প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২০
করোনা মোকাবিলায় একসঙ্গে শাহরুখ-প্রিয়াঙ্কা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হয়ে করোনা ভাইরাস মোকাবিলায় ত্রাণ তহবিলে সাহায্য করবেন শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া। এছাড়াও স্বাস্থ্য পরিষেবা এবং করোনা মোকাবিলায় কি করা যেতে পারে সে বিষয়ে কথা বলবেন প্রিয়াঙ্কা।

ওয়ান ওয়ার্ল্ড: টুগেদার অ্যাট হোম’র জন্য এই অনুষ্ঠান তাদের। অনুষ্ঠানে আরও থাকবেন লেডি গাগাসহ হলিউডের অন্যান্য অভিনেতারাও।

আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে।

প্রিয়াঙ্কা চোপড়া নিজে টুইট করে জানিয়েছেন এই খবর। তিনি জানান, সকলে বাড়িতে থেকে এই ভাইরাসের সঙ্গে মোকাবিলা করুন। সেইসঙ্গে যেসব স্বাস্থ্যকর্মীরা সম্মুখ সমরে লড়ছেন তাদের প্রতি সম্মান জানাতেই গ্লোবাল সিটিজেন মুভমেন্ট এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

তবে কোনো স্টেজ নয়, সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং যেহেতু সকলেই এখন গৃহবন্দি তাই পুরো অনুষ্ঠানটি হবে বাড়ি থেকেই। সবাই লাইভে অংশ নেবেন। থাকবেন ডেভিড বেকহ্যামও। বাড়ি থেকে নজর রাখুন আপনিও।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।