এরই অংশ হিসেবে প্রকাশনা সংস্থা আজব রেকর্ডস’র উদ্যোগে এ সময়ের ১৬ জন জনপ্রিয় শিল্পী ঘরে বসেই একসঙ্গে গাইলেন একটি গান। আজব রেকর্ডস’র ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ হয় পহেলা বৈশাখের প্রাক্কালে।
এ আয়োজন সম্পর্কে সংগীতশিল্পী শিল্পী জয় শাহরিয়ার বলেন, ‘একটা দারুণ কঠিন সময়ের মুখোমুখি আমরা, পুরো পৃথিবী। এমন সময়ে এসেছে আমাদের নতুন বছর। তাকে বরণ করে নিতে আমরা সবাই কণ্ঠে তুলে নিলাম রবি ঠাকুরের গান ‘আনন্দলোকে...’। বিধাতা ফিরিয়ে দিক আমাদের ধরণীকে তার চেনা আলো। আর ভালোবাসা এই আয়োজনের সকল শিল্পীদের প্রতি তাদের সহযোগিতার জন্য। ভালো হোক সবার। ’
গানটিতে কণ্ঠ দিয়েছেন- জয় শাহরিয়ার, কিশোর, সভ্যতা, সাব্বির জামান, রেহান, সাবরিনা রহমান বাঁধন, টুম্পা খান, সাহস মোস্তাফিজ, পূজা, নাউমী, সারনী পোদ্দার, কেতন শেখ, সুহৃদ আর বাপ-ব্যাটা শুভাশিষ-ঋতুরাজ। সাউন্ড ডিজাইন করেছেন ফরহাদ, বেহালা বাজিয়েছেন সেলিম আহমেদ।
গানটি শ্রোতারা আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেল ও জয় শাহরিয়ারের অফিসিয়াল ফেসবুক পেজে দেখতে ও শুনতে পারবেন।
ভিডিও:
বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২০
ওএফবি