ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নতুন আঙ্গিকে ‘তেরি মিট্টি’ গানে চিকিৎসকদের শ্রদ্ধার্ঘ্য

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
নতুন আঙ্গিকে ‘তেরি মিট্টি’ গানে চিকিৎসকদের শ্রদ্ধার্ঘ্য নতুন আঙ্গিকে ‘তেরি মিট্টি’ গানে চিকিৎসকদের শ্রদ্ধার্ঘ্য

গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। এই মারণ ভাইরাসের ওষুধ বের করার জন্য একদিকে গবেষণাগারে বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রম করছেন, অন্যদিকে আক্রান্তদের সেবায় দিনরাত কাজ করে যাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। 

ভারতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অনেক ঘাটতি দেখা যাচ্ছে এখনও। লকডাউন অমান্য করে বাইরে বের হওয়া তো নিত্যদিনের ঘটনা।

এছাড়া চলছে পুলিশ ও চিকিৎসকদের মারধর।

এইসব করোনাযোদ্ধারা, যারা সামনে থেকে লড়াই করছেন, তাদের শ্রদ্ধা জানাতে আরেকবার উদ্যোগী হলেন অক্ষয় কুমার।

‘কেশরি’ সিনেমার জনপ্রিয় একটি গান ‘তেরি মিট্টি’। গানটিতে সুর দিয়েছিলেন অর্কপ্রভ। ওই গানটিকেই নতুন আঙ্গিকে এনেছেন অক্ষয়। তবে টুকটাক বদল হয়েছে গানের কথায়। মনোজ মুন্তাশির এই গানের কথা লিখেছেন।  

ভারতে করোনা মোকাবিলায় সম্মুখযোদ্ধা চিকিৎসকরাও সাধারণ মানুষের হাতে মার খাচ্ছেন। তাদের উপর নেমে এসেছে হিংসার ছায়া। কিন্তু তারা শত্রু নন। বরং এই পরিস্থিতিতে তাদের ছাড়া মানুষের গতি নেই। এখন তাদের স্যালুট করার সময়। তাই তাদের শ্রদ্ধা জানিয়ে নতুন করে গানের ভিডিও ছেড়েছেন অক্ষয় কুমার।

মিউজিক ভিডিওর শেষে অক্ষয় কুমার বলেন, ‘বলা হয়, ডাক্তাররা দেবতাদের রূপ। কিন্তু আজ করোনা ভাইরাসের সঙ্গে এই যুদ্ধে মনে হচ্ছে দেবতারাই ডাক্তারদের রূপ নিয়ে ধরিত্রীতে নেমে এসেছেন। ’

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।