ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বিনোদন

তৈমুরের জন্য নরসুন্দর হলেন সাইফ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩২, মে ৩, ২০২০
তৈমুরের জন্য নরসুন্দর হলেন সাইফ ছেলে তৈমুরের সঙ্গে সাইফ আলী খান

করোনা ভাইরাসের কারণে গৃহবন্দি হয়ে পড়েছেন বলিউড তারকারা। গ্ল্যামার দুনিয়াকে বিরতি দিয়ে আর দশজন সাধারণ মানুষের মতো সাদাসিধে জীবনে অভ্যস্ত হচ্ছেন সবাই।

লকডাউনের কারণে বাইরে বের হওয়া নিষেধ। বন্ধ রয়েছে সেলুন ও পার্লার।

কিন্তু মাথার চুল তো লকডাউন মানে না। তর তর করে চুল বাড়তেই থাকে। তাই বাড়তি চুল ছাটাই করতে আনুশকা শর্মা যেমন বিরাট কোহলিকে সাহায্য করেছেন, তেমনি আরও অনেক তারকার ক্ষেত্রেও একই কথা।

এবার কাঁচি হাতে নরসুন্দরের ভূমিকায় দেখা দিয়েছেন নবাব পরিবারের কর্তা সাইফ আলী খান। সাইফ-কারিনার ছেলে তৈমুরকে বলা হয় বলিউডের সবচেয়ে সুন্দর স্টার কিড। সম্প্রতি ইনস্টাগ্রামে কারিনা কাপুর একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে কাঁচি হাতে তৈমুরের চুল কেটে দিচ্ছেন সাইফ আলী খান। এই দারুণ মুহূর্তটি ক্যামেরায় ধারণ করে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন কারিনা।

সম্প্রতি বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুরের মৃত্যুর পর শোক প্রকাশ করেন পতৌদি পরিবারের এই তারকা দম্পতি। এমনকি ঋষির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতেও ছুটে যান মুম্বাইয়ের চন্দনওয়াড়ি শ্মশানে।

সাইফ-কারিনা দম্পতি

এদিকে রোববার (৩ মে) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ফেসবুকে ভারতের সবচেয়ে বড় অনলাইন কনসার্টে অংশ নেবেন সাইফ-কারিনা। ‘আই ফর ইন্ডিয়া’ শীর্ষক এই কনসার্টের মাধ্যমে কোভিড-১৯ মোকাবিলায় তহবিল গঠন করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মে ০৩, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।