ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘ঈদ মোবারক’ নিয়ে হাজির হবেন মোশাররফ-তিশা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, মে ৪, ২০২০
‘ঈদ মোবারক’ নিয়ে হাজির হবেন মোশাররফ-তিশা

করোনা ভাইরাসের কারণে প্রায় দুই মাস ধরে বন্ধ রয়েছে সকল ধরেনের শুটিং। এবারের ঈদুল ফিতরে নাটকের সঙ্কটে পড়তে যাচ্ছেন টেলিভিশন চ্যানেলগুলো। তবে অনেক পরিচালক আগেই বেশকিছু নাটক ঈদের জন্য নির্মাণ করে রেখেছিলেন। তাদের একজন ইমরাউল রাফাত।

আসন্ন ঈদুল ফিতরে ইমরাউল রাফাত রচিত ও পরিচালিত নাটক ‘ঈদ মোবারক’ প্রচার পাবে টিভি পর্দায়। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও নুসরাত ইমরোজ তিশা।

নির্মাতা জানান, মূলত হাস্যরসযুক্ত গল্প নিয়েই নাটকটি এগিয়ে যাবে। গল্পটি ডাকাতিকে কেন্দ্র করে। সাধারণ ঈদের দিন অনেকের বাসা ফাঁকা থাকে। আর এই সুযোগে এক ডাকাত ঢুকে পড়ে একটি বাসায়। এরপর এগিয়ে যাবে নাটকটির গল্প।

ইমরাউল রাফাত বলেন, করোনায় শুটিং বন্ধ হওয়ার আগে বেশ কয়েকটি নাটকের কাজ করেছিলাম। এর একটি হলো ‘ঈদ মোবারক’। আসন্ন ঈদে এটি প্রচার পাবে।
জানা যায়, ‘ঈদ মোবারক’ নাটকটি আরটিভির ঈদ আয়োজনে প্রচার হবে।  

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, মে ০৪, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।