ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্রথম পর্বের সাফল্যের পর আসছে ‘এক্সট্র্যাকশন ২’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, মে ৫, ২০২০
প্রথম পর্বের সাফল্যের পর আসছে ‘এক্সট্র্যাকশন ২’

অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের ইতিহাসে সব রেকর্ড ভেঙেছে ‘এক্সট্র্যাকশন’। মাত্র সাত দিনে পৌঁছে গেছে ৯ কোটি পরিবারের কাছে। এবার আসছে আলোচিত এই সিনেমার নতুন পর্ব।

এর আগে ‘এক্সট্র্যাকশন ২’ নিয়ে কানাঘুষা চলছিল। তবে এবার নির্মাণের প্রক্রিয়া শুরু হওয়ার কথা নিশ্চিত করেছেন ‘অ্যাভেঞ্জারস’ সিনেমার অন্যতম পরিচালক জো রুশো।

তিনি সিনেমাটির চিত্রনাট্য লেখার দায়িত্বে আছেন।  প্রথম পর্বের সিক্যুয়েল নাকি প্রিক্যুয়েল হচ্ছেন নতুন পর্ব, তা জানাননি তিনি।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জো রুশো বলেন, ‘এক্সট্র্যাকশন ২’ লেখার চুক্তির কাজ সম্পন্ন হয়েছে। গল্পটি কী হতে পারে, তা নিয়ে এখন আমরা কাজ করছি।  

তিনি আরো বলেন, সিনেমাটির গল্প সামনে আগাবে নাকি পেছনে যাবে, সেটা এখনই বলতে পারছি না। তবে আমরা দর্শকদের জন্য অনেক প্রশ্ন রেখে গেছি প্রথম পর্বে, নতুনটিতে তারই জট খুলবে।  

এপ্রিলের শেষ দিকে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল হলিউডের জনপ্রিয় অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ অভিনীত সিনেমা ‘এক্সট্র্যাকশন’। স্যাম হারগ্রেভ পরিচালিত সিনেমাটি এককথায় সুপারহিট তকমা পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মে ০৫, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।