ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বিনোদন

ভোজপুরী পরিচালক অনিল অজিতাভ মারা গেছেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪০, মে ৬, ২০২০
ভোজপুরী পরিচালক অনিল অজিতাভ মারা গেছেন

গত সপ্তাহেই ক্যানসারের সঙ্গে লড়াইয়ে পরাস্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান দুই বলিউড তারকা ইরফান খান ও ঋষি কাপুর। তাদের মৃত্যুর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি গোটা দেশ। এর মধ্যেই আরেক মৃত্যুর সংবাদ।  

হ্যাঁ, ভোজপুরী সিনেমার জনপ্রিয় পরিচালক অনিল অজিতাভ আর নেই। সোমবার (৪ মে) ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হেরে যান এই পরিচালক।

 

লকডাউনের আগেই মুাম্বইয়ের হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নিজের জন্মভূমি পাটনায় ফিরে গিয়েছিলেন অজিতাভ। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দীনেশ লাল যাদব, নিহুয়ার মতো ভোজপুরী সিনেমার জনপ্রিয় তারকারা।  

বলিউড সিনেমার সঙ্গেও যুক্ত ছিলেন অনিল অজিতাভ। ২০১৬ সালে প্রকাশ ঝা’র ‘জয় গঙ্গাজল’ সিনেমায় সহকারি পরিচালক হিসাবে কাজ করেছিলেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, মে ০৬, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।