ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘এক্সট্রাকশন’ সিকুয়েলও হবে আন্তর্জাতিক প্রেক্ষিতে: রুশো

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, মে ৭, ২০২০
‘এক্সট্রাকশন’ সিকুয়েলও হবে আন্তর্জাতিক প্রেক্ষিতে: রুশো ‘এক্সট্রাকশন’ নির্মাতা জো রুশো

নেটফ্লিক্সে ক্রিস হেমসওয়ার্থ অভিনীত ‘এক্সট্রাকশন’র দারুণ সাফল্যের পর হলিউডের চিত্রনির্মাতা জো রুশো এবার এর সিকুয়েলের জন্য কাজ শুরু করেছেন। যথারীতি সিনেমাটির সিকুয়েলের গল্পও যুক্তরাষ্ট্রের বাইরের হবে। যেমনটা প্রথম গল্প ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের।

রুশো ভ্রাতৃদ্বয় ও ক্রিস হেমওয়ার্থের ‘এক্সট্রাকশন’ সিনেমার কাহিনি ঢাকা শহরের হলেও মূলত এর শুটিং হয়েছিল ভারত ও থাইলান্ডে। এতে ভারত থেকে রুদ্রাক্ষ জয়সোয়াল ও রণদীপ হুদাসহ বেশ কয়েকজন অভিনয় করেন।

 

বিশ্বজুড়ে ব্যাপক সমাদৃত হলেও ‘এক্সট্রাকশন’র সমালোচনা করেছে বাংলাদেশি সিনেপ্রেমীরা। তাদের ভাষ্য, বাংলাদেশের প্রেক্ষাপট ও ঢাকার চিত্র তুলে ধরতে ব্যর্থ সিনেমাটি। বিশেষত, যে বাংলা ভাষা তারা ব্যবহার করেছে তা মোটেও ঢাকার নয়। কিন্তু তাতে রুশো ভাইদের কিছু যায় আসে না। সিনেমা হিট। সুতরাং সিকুয়েল আসছে।  

‘এক্সট্রাকশন’র গল্প লিখেছিলেন জো রুশো। ক্রিসের সঙ্গে সিনেমাটি প্রযোজনাও করেছেন রুশো ভ্রাতৃদ্বয়। এখন তারা নেটফ্লিক্সের সঙ্গে কাজ করছেন সিকুয়েলের জন্য।  

এক সাক্ষাৎকারে রুশো বলেন, সিনেমাটি দেখে প্রত্যেকেই খুব খুশি এবং এটা নিয়ে উত্তেজিত। সিনেমাটি মুক্তি দেওয়াটাও সাহসের ব্যাপার ছিল। এখন পরের পদক্ষেপ নিয়ে কথাবার্তা চলছে।

এপ্রিলের ২৪ তারিখে মুক্তির পর নেটফ্লিক্সে অন্তত ৯ কোটি মানুষ ‘এক্সট্রাকশন’ সিনেমাটি দেখেছে। এ দেখেই রুশো ভাইয়েরা দ্বিতীয় পর্বের সাফল্যের জন্য আশাবাদী হয়ে উঠেছেন।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মে ০৭, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।