ঢাকা, শুক্রবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

র‌্যাপার তৌফিকের নতুন গান ‘আখের গোছাও’

নিউজরুম এডিটর  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৫, নভেম্বর ৮, ২০২০
র‌্যাপার তৌফিকের নতুন গান ‘আখের গোছাও’ তৌফিক আহমেদ

এবার র‌্যাপার তৌফিক আহমেদ’র কণ্ঠে প্রকাশ পেলো ‘আখের গোছাও’ শিরোনামের নতুন গান। গাওয়ার পাশাপাশি গানটির কথা-সুর করেছেন শিল্পী নিজেই।

করেছেন ভিডিও নির্মাণও। সংগীতায়োজনে নাবিল হোসাইন।

আখের গোছাও-আখের গোছাও/দুই দিনের দুনিয়াদারি আখের গোছাও/ নিজের ঘর স্বার্থপর কে বা কার যাযাবর/আখের গোছাও ভাইপো আখের গোছাও- এমন কথার নতুন এই গানটির জন্য শ্রোতাদের প্রশংসায় সিক্ত হচ্ছেন বলে জানালেন গায়ক তৌফিক আহমেদ।

বললেন, ‘ধারাবাহিকভাবে গান প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। করোনা পরিস্থিতি বিবেচনা করে শ্রোতাদের আনন্দের নতুন মাত্রা যোগ করতে আগামী ৬ মাসে ৬টি গান প্রকাশ করবো। আমার এই মিশনের প্রথম গান ‘আখের গোছাও’। ’

তিনি আরও বলেন, ‘ঘরবন্দি সময়টাকে বেশ কাজে লাগিয়েছি। খুব যত্ন নিয়ে গানগুলো তৈরি করেছি। আমার বিশ্বাস, ‘আখের গোছাও’র মতো প্রকাশের অপেক্ষায় থাকা গানগুলোও শ্রোতাদের ভালো লাগবে। ’

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।