ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ক্যান্সার আক্রান্ত আলী যাকের হাসপাতালে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
ক্যান্সার আক্রান্ত আলী যাকের হাসপাতালে আলী যাকের

বরেণ্য অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব আলী যাকের রাজধানীর একটি হাসপাতালে সিসিইউতে ভর্তি রয়েছেন। ক্যান্সার আক্রান্ত এ অভিনেতার স্বাস্থ্যে বার্ধক্যজনিত সমস্যা দেখা দিয়েছে।

প্রায় চার বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন আলী যাকের।  

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ও প্রধান নির্বাহী আল ইমরান বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বলেন, আলী যাকেরের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে তিনি করোনা আক্রান্ত নন। ক্যান্সারের কারণে তাঁর শারীরিক অবস্থার একটু অবনতি হয়েছিল। এখন কিছুটা উন্নতি হয়েছে। আমাদের চিকিৎসা প্রক্রিয়া চলমান রয়েছে।

আলী যাকেরের ছেলে ইরেশ যাকের জানান, গত রোববার (১৫ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন তিনি।  

আলী যাকেরের স্ত্রী ও অভিনেত্রী সারা যাকের বলেন, তাঁর শারীরিক অবস্থা তো অনেক দিন ধরেই খারাপ যাচ্ছে। চার বছর হতে চললো ক্যান্সারে আক্রান্ত। করোনার এই সময়টাতে খুবই সতর্কতা অবলম্বন করা হয়েছে। চলতি সপ্তাহে শারীরিক অবস্থার একটু অবনতি হয়েছে, যার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন সার্বক্ষণিক চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

গুণী নাট্যজন আলী যাকেরের জন্ম ১৯৪৪ সালের ৬ নভেম্বর চট্টগ্রামের রতনপুর ইউনিয়নে। ছোট পর্দায় ও মঞ্চে সমানভাবে জনপ্রিয় তিনি।  

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।