ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

তৈমুরের খ্যাতিতে কাঁটা হয়ে দাঁড়াবে ‘বিরুষ্কা’র সন্তান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
তৈমুরের খ্যাতিতে কাঁটা হয়ে দাঁড়াবে ‘বিরুষ্কা’র সন্তান তৈমুরের সঙ্গে সাইফ-কারিনা / সন্তানপ্রত্যাশী বিরাট-আনুশকা

জন্মের পর থেকেই খ্যাতির চূড়ায় সাইফ আলী খান ও কারিনা কাপুরের সন্তান তৈমুর আলী খান। খ্যাতির অর্থ বোঝার আগেই সে সেলেব্রিটি তকমা পেয়ে গেছে।

তাই মা-বাবার হাত ধরে রাস্তায় বের হলেই পাপারাজ্জিরা তার দিকে ক্যামেরা তাক করেন। কিন্তু এবার কি এই খ্যাতির পরিমাণ তৈমুরের ভাগে কম পড়বে? 

ইদানীং বর্ষীয়ান অভিনেত্রী ও সাইফের মা শর্মিলা ঠাকুরের একটি পুরনো ভিডিও নেটিজেনদের মধ্যে এই জল্পনা উসকে দিয়েছে।

লকডাউনের মধ্যেই আনুশকা শর্মা ও বিরাট কোহলি সুখবর দিয়েছেন। জানিয়েছেন তাদের জীবনে এক নতুন সদস্য আসতে চলেছে। আর তাই নেটিজেনদের মধ্যে জল্পনা, তাহলে কি এবার খ্যাতির স্পটলাইট ‘বিরুষ্কা’র আসন্ন সন্তানের ওপর পড়বে? 

পুরনো ভিডিওতে দেখা যাচ্ছে, কারিনা ও শর্মিলা ঠাকুর তৈমুরের খ্যাতি নিয়ে আলোচনা করছেন। তৈমুরের খ্যাতি নিয়ে শর্মিলা ঠাকুরের কী ভাবনা-চিন্তা সেই বিষয়ে কারিনা তাকে জিজ্ঞাসা করেন। উত্তরে শর্মিলা বলেন, সোশ্যাল মিডিয়া সত্যিই একটি চিন্তার বিষয়। তোমার সন্তানের ওপর নানা রকমের প্রভাব থাকবে। তোমার সন্তান যখন বড় হবে এবং সোশ্যাল মিডিয়া নিজে ব্যবহার করতে শিখবে তখন নানা রকমের তথ্য পাবে। আমি মনে করি মিডিয়া মানুষকে একভাবে তৈরি করে এবং হঠাৎ করে তাকে ছুড়ে ফেলে দেয়।

এই প্রসঙ্গে শর্মিলা ঠাকুর আনুশকা শর্মা ও বিরাট কোহলির নাম উল্লেখ করেন। তিনি বলেন, আগামীতে কোহলি ও আনুশকার সন্তান হবে। তখন হয়তো তৈমুরের খ্যাতি অনেকটাই আড়ালে চলে যাবে।  

শর্মিলার এই মন্তব্যের সঙ্গে সহমত হন কারিনা কাপুর।

লকডাউনে আনুশকা ও কোহলি জানিয়েছেন আগামী বছর অর্থাৎ ২০২১ এর জানুয়ারিতে তাদের প্রথম সন্তান আসতে চলেছে। অন্যদিকে কারিনাও দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন। তিনিও লকডাউনে জানান যে, দ্বিতীয় সন্তান জন্ম দিতে চলেছেন।  

ইতোমধ্যে শিল্পা শেঠির কন্যা সন্তানের ওপর এখন মিডিয়ার স্পটলাইট। পশ্চিমবঙ্গে রাজ চক্রবর্তী ও শুভশ্রীর সন্তান নিয়েও মিডিয়ার কত মাতামাতি। সুতরাং বিরাট কোহলির মতো তারকা ক্রিকেটার আর আনুশকার মতো বলিউড অভিনেত্রীর সন্তান যে মিডিয়া কাভারেজের কেন্দ্রবিন্দুতে আসবে সেটা সহজেই অনুমেয়।  

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।