বিধি লঙ্ঘন করে প্রাচীন মিশরীয় সভ্যতার নির্দশন পিরামিডের সামনে ‘উস্কানিমূলক’ পোশাকে ফটোশুট করার দায়ে ফটোশিল্পীসহ গ্রেফতার হয়েছেন মডেল সালমা এলশিমি।
ফটোশুটের পর ছবিগুলো এলশিমি তার ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেন।
পর্যটন পুলিশের অনুমতি না দিয়ে কেনো ফটোশুট করলেন এলশিমি?- সামাজিক মাধ্যমে অনেকের এমন ক্ষোভ ও দাবির মুখে রোববার (৩০ নভেম্বর) এলশিমি ও তার ফটোগ্রাফারকে গ্রেফতার করে পুলিশ।
শুধু তাই না, পুলিশের বিরুদ্ধেও অভিযোগ ওঠেছে। অভিযোগটি এমন, পুলিশের পুরোপুরি গাফিলতি রয়েছে- তা না হলে এলশিমি এ ধরনের পোশাকে এখানে ফটোশুট করতে পারতেন না। পুলিশের বিরুদ্ধেও যেনো ব্যবস্থা নেওয়া হয়।
রক্ষণশীল অসংখ্য মিশরীয়রা রেগে গিয়ে এলশিমিকে গালিগালাজও করেছেন। তাদের দাবি, প্রাচীন মিশরীয় সভ্যতার প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থান যেনো কোনোভাবেই কলুষিত না হয়।
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২০
ওএফবি