ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বান্দরবানে গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল শুরু

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
বান্দরবানে গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল শুরু বান্দরবানে গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল শুরু

বান্দরবান: বান্দরবানে জমকালো আয়োজনে শুরু হয়েছে ‘গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাদেশ-২০২০’।

শনিবার (২৬ ডিসেম্বর) সকালে বান্দরবান ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।

গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল’র উৎসব সমন্বয়ক আসমা আক্তার লিজার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং ইয়ং, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উপ-পরিচালক মংনুচিং।

উদ্বোধন অনুষ্ঠানে পরিবেশন করা হয় বান্দরবান পার্বত্য জেলার বম, ত্রিপুরা, চাকমাসহ ১১টি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর নৃত্য ও গান।

আয়োজকেরা জানান, এবারের উৎসবে অংশ নিতে ৭০টি দেশের ১ হাজার ৪০০টি চলচ্চিত্র জমা পড়েছে। এর মধ্যে জুরি বোর্ডের মনোনয়ন পেয়েছে ৩৫টি দেশের ৭১টি চলচ্চিত্র। উৎসবের সব চলচ্চিত্র বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত।

আয়োজকরা আরো জানান, উৎসবে নবীণ নির্মাতাদের সিনেমার পাশাপাশি স্বনামধন্য পরিচালক মোরশেদুল ইসলামের চলচ্চিত্র ‘আমার বন্ধু রাশেদ’, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ এবং তানিম রহমান আশু পরিচালিত ‘ন ডরাই’সহ বিভিন্ন পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।  

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।