ঢাকা: বিগত বছরগুলোতে চলচ্চিত্রের রাষ্ট্রীয় অনুদান ক্রমান্বয়ে বিতর্কিত হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ চলচ্চিত্র পর্ষদ৷ একইসঙ্গে অস্বচ্ছ প্রক্রিয়ায় অনুদানপ্রাপ্ত বিভিন্ন চলচ্চিত্রের মান ও গুণ উভয়ই প্রশ্নবিদ্ধ হয়েছে বলেও দাবি করেছে সংগঠনটি।
সোমবার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে সংগঠনটি৷
এতে বক্তব্য দেন- বাংলাদেশ চলচ্চিত্র পর্ষদের জাতীয় কমিটির আহ্বায়ক চলচ্চিত্র নির্মাতা বেলায়াত হোসেন মামুন।
বেলায়াত হোসেন মামুন বলেন, আমরা চাই চলচ্চিত্র অনুদানের এ রাষ্ট্রীয় প্রণোদনাটি স্বচ্ছ ও জবাবদিহি প্রক্রিয়ায় গতিশীল থাকুক। আমরা চাই চলচ্চিত্র অনুদান কেবলমাত্র শিল্পগুণসম্পন্ন নান্দনিক ও নিরীক্ষাধর্মী চলচ্চিত্রের জন্য সংরক্ষিত থাকুক। চলচ্চিত্র অনুদান দেশের তরুণ চলচ্চিত্রকর্মীদের সৃষ্টিশীলতাকে ধারণ করুক। চলচ্চিত্র অনুদানপ্রাপ্তিতে রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক তদবির বা অন্যান্য অস্বচ্ছ প্রক্রিয়ার অবসান হোক।
বক্তারা বলেন, সরকার ১৯৭৬-১৯৭৭ অর্থবছর থেকে চলচ্চিত্রে অনুদান প্রদানের ব্যবস্থা প্রণয়ন করেন। বাংলাদেশের চলচ্চিত্র সংসদকর্মীদের দাবির মুখে সরকার দেশীয় চলচ্চিত্রে শিল্পগুণসম্পন্ন নান্দনিক ও নিরীক্ষাধর্মী চলচ্চিত্র নির্মাণের জন্য এ অনুদান দেওয়ার পদ্ধতি শুরু করেছিল। শুরুর পর্যায়ে চলচ্চিত্র অনুদানেই নির্মিত হয়েছিল ‘সূর্য দীঘল বাড়ী’ বা ‘এমিলের গোয়েন্দা বাহিনী’র মতো কালজয়ী চলচ্চিত্র কীর্তির। কিন্তু চলচ্চিত্র অনুদানে এ শিল্পগুণধর্মী চলচ্চিত্রের ধারা বহমান থাকেনি।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
ডিএন/ওএইচ/