ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

কলকাতায় শুটিং করতে গিয়ে করোনা আক্রান্ত বনিতা সান্ধু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৭, জানুয়ারি ৪, ২০২১
কলকাতায় শুটিং করতে গিয়ে করোনা আক্রান্ত বনিতা সান্ধু বনিতা সান্ধু

কলকাতায় সিনেমার শুটিং করতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী বনিতা সান্ধু। সোমবার (০৪ জানুয়ারি) তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

এরপরেই তাকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বড়দিন ও নিউ ইয়ার উদযাপন করতে গত ২০ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে কলকাতায় পৌঁছান ‘অক্টোবর’খ্যাত এই অভিনেত্রী। মূলত তিনি ‘কবিতা অ্যান্ড টেরেসা’ নামে একটি সিনেমার শুটিংয়ের জন্য সেখানে গিয়েছেন।

জানা যায়, এই অভিনেত্রীকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু পরিকাঠামো পছন্দ না হওয়ায় সেখান থেকে বেরিয়ে যান তিনি। সেখানে ভর্তি না হয়ে বেসরকারি হাসপাতালে চলে যাওয়ায়, রাজ্যের স্বাস্থ্য দফতর নিয়ে প্রশ্ন উঠেছে।  

যুক্তরাজ্য থেকে কলকাতায় ফেরায় বনিতা সান্ধুর শরীরে করোনার নতুন স্ট্রেন আছে কিনা, তা পরীক্ষানিরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে। এদিকে সেখান থেকে ফেরার পর বনিতার বেশ কয়েকজন সহযাত্রী ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন।  

এদিকে, বনিতার ‘অক্টোবর’ সিনেমার সহশিল্পী বরুণ ধাওয়ানও গত মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন। যদিও ভাইরাসটি থেকে মুক্তি পেয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।