ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

ফের জুটিবদ্ধ হলেন সিয়াম-পূজা

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩০, জানুয়ারি ৫, ২০২১
ফের জুটিবদ্ধ হলেন সিয়াম-পূজা পূজা ও সিয়াম

নতুন সিনেমায় কাজ করতে যাচ্ছেন সিয়াম আহমেদ ও পূজা চেরী। তারা জুটিবেঁধে কাজ করবেন ‘সিকান্দার’ নামের সিনেমায়।

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন জুবায়ের আলম, যা তার প্রথম সিনেমা। মার্চের দ্বিতীয় সপ্তাহে সিয়াম-পূজার নতুন এই সিনেমার শুটিং শুরুর সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।  

এ প্রসঙ্গ পরিচালক গণমাধ্যমকে বলেন, আগামী মার্চে শুটিংয়ে যাবো। সিয়ামের আলাদা লুক তৈরি করছি। এটা ব্যক্তি বিশেষ চরিত্রের সিনেমা নয়, নির্দিষ্ট একটি প্লট বেইজ গল্পের সিনেমা। সবকিছু শতভাগ চূড়ান্ত। চলতি মাসের শেষে সবকিছু বিস্তারিত জানাবো।  

এর আগে সিয়াম আহমেদ ও পূজা জুটিবদ্ধ হয়ে ‘পোড়ামন-২’ এবং ‘দহন’ সিনেমায় অভিনয় করেন। সিনেমা  দুটি মুক্তির পর বেশ প্রশংসিত হয়। তাদের আরেক সিনেমা ‘শান’ নির্মাণধীন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।