ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ফাল্গুনের নাটক ‘মন কেমনের দিন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
ফাল্গুনের নাটক ‘মন কেমনের দিন’ মিলন ও সারিকা

ফাল্গুন উপলক্ষে টেলিভিশনের পর্দায় প্রচার হতে যাচ্ছে চয়নিকা চৌধুরী পরিচালিত নাটক ‘মন কেমনের দিন’। ফারিয়া হোসেনের রচনায় নাটকটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, রিচি সোলায়মান ও সাবাহ সারিকা।

চয়নিকা চৌধুরী বলেন, ভালোবাসার বিশ্বাস-অবিশ্বাস, দ্বন্দ্ব-সংঘাত আর সংসারের টানাপড়েন নিয়েই নাটকটি নির্মিত হয়েছে।

নাটকটির গল্প প্রসঙ্গে তিনি বলেন, রঞ্জন আর মায়ার সুখের সংসার। তাদের তৃতীয় বিবাহবার্ষিকীতে বাসায় এসে হঠাৎ হাজির হয় সুন্দরী তরুণী অপর্ণা। এসেই রঞ্জনের খোঁজ করতে থাকেন তিনি। বাসায় এসে অপর্ণাকে দেখে চমকে ওঠেন রঞ্জন। অপর্ণা তাকে স্বামী বলে দাবি করে বসেন! অপর্ণার এমন কথায় বিস্মিত হয় রঞ্জন। চমকে ওঠেন তার স্ত্রী মায়াও। এরপরই শুরু হয় নানা নাটকীয়তা। এভাবেই এগিয়ে চলে নাটকটির কাহিনী।  

বিশেষ এই নাটকটিতে রঞ্জন চরিত্রে মিলন, মায়া চরিত্রে সাবাহ সারিকা আর অপর্ণা চরিত্রে রিচি অভিনয় করেছে।  

আগামী শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় ‘মন কেমনের দিন’ নাটকটি বৈশাখী টেলিভিশনের পর্দায় প্রচার হবে বলে জানান এর পরিচালক।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।