ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাংলার মানুষ ঐতিহাসিক ভুল করেছে: পরাজিত বাবুল সুপ্রিয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, মে ৩, ২০২১
বাংলার মানুষ ঐতিহাসিক ভুল করেছে: পরাজিত বাবুল সুপ্রিয় সংগীতশিল্পী-রাজনীতিক বাবুল সুপ্রিয়

বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়’র মতো হেভিওয়েট তারকা প্রার্থীও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে হেরেছেন। তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের কাছে ৫০ হাজারের বেশি ভোটে হেরে গেছেন মোদী-অমিত শাহ’র ভরসার কেন্দ্র বাবুল সুপ্রিয়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যকে হারাতে এই কেন্দ্রে বাবুলের ওপরেই ভরসা রেখেছিলেন মোদী-শাহ। কিন্তু হয়েছে ভরাডুবি।

ভোটের ফল প্রায় চূড়ান্ত হয়ে যাওয়ার পর টুইট করেন বাবুল। এতে পশ্চিমবঙ্গ ভোটের ফলাফল আদতে ‘বাংলার মানুষের ভুল দল নির্বাচন’ বলেই খানিকটা ক্ষোভ ঝাড়লেন বাবুল।  

তিনি লেখেন, ‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাব না, কিংবা বলব না মানুষের রায় মাথা পেতে নিলাম। কারণ আমি মনে করি বাংলার মানুষ ঐতিহাসিক ভুল করেছে বিজেপিকে সরকার গড়ার সুযোগ না দিয়ে। বরং দুর্নীতিপরায়ণ অসৎ একটা সরকার নির্বাচন করেছে। নির্মম এক নারীকে ক্ষমতায় ফিরিয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মে ০৩, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।