ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘সম্প্রীতি ও সাহস’-এর গানে দুই বাংলার শিল্পীরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, মে ৯, ২০২১
‘সম্প্রীতি ও সাহস’-এর গানে দুই বাংলার শিল্পীরা

দুই বাংলার ৬ জন তারকা শিল্পী মিলে গেয়েছেন একটি গান। কবির বকুলের লেখা ও ইমন চৌধুরীর সুর-সংগীত পরিচালনায় ‘সম্প্রীতি ও সাহসের গান’ শিরোনামের ব্যতিক্রমধর্মী গানটিতে একসঙ্গে তারা কণ্ঠ মিলিয়েছেন ঈদের অনুষ্ঠান আনন্দমেলার জন্য।

বাংলাদেশের তপন চৌধুরী, কুমার বিশ্বজিৎ ও চন্দন সিনহা এবং ভারতের ঊষা উত্থুপ, জয় সরকার ও রাঘব চট্টোপাধ্যায় কণ্ঠে তুলেছেন ‘এসো এসো সুন্দরে/ এসো সত্যে/ এসো আনন্দে/ স্বপ্ন গড়তে সুন্দর’।
 
গানটি প্রসঙ্গে তপন চৌধুরী বলেন, গানটিতে সম্প্রীতি ও সাহসের কথা অসাধারণভাবে ফুটে উঠেছে। সবাই মিলে গানটি গেয়েছেনও দারুণ।

চন্দন সিনহা বলেন, অনেকদিন পর নতুন একটি গান করলাম। আমি সব সময় চেষ্টা করি ব্যতিক্রমধর্মী কিছু করার। পুরো প্রজেক্টটা আমার কাছে খুব ভালো লেগেছে।

গানটির গীতিকার কবির বকুল বলেন, এই গানটির নাম দিয়েছি ‘সম্প্রীতি ও সাহসের গান’। বৈশ্বিক এই সংকটকালে আমাদের নিজেদের প্রার্থনার জায়গাগুলো এক। তাই দুই বাংলার বড় শিল্পীদের এই সমন্বয়। একইসঙ্গে এমন একটি সময়ে এবারের ঈদ। যে সময় প্রতিবেশী দুই দেশ, বাংলাদেশ ও ভারত আক্রান্ত। সেই ভাবনা থেকেই এই সম্প্রীতি আর সাহস প্রকাশ করার চেষ্টা করেছি।

ফেরদৌস ও পূর্ণিমার উপস্থাপনায় বিটিভির ঈদ ‘আনন্দমেলা’ প্রচার হবে ঈদের দিন রাত ১০টার সংবাদের পর।  

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, মে ০৯, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।