ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বিনোদন

সালমান খানের সবচেয়ে বাজে সিনেমার অন্যতম ‘রাধে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৩, মে ১৫, ২০২১
সালমান খানের সবচেয়ে বাজে সিনেমার অন্যতম ‘রাধে’ ‘রাধে’ সিনেমার পোস্টার

বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটি ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। কাঙ্ক্ষিত সিনেমাটি দেখতে দর্শক হুমড়ি খেয়ে পড়লেও আশাহত হয়েছেন তারা।

 

দর্শক-সমালোচকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি ‘রাধে’। প্রভু দেবা পরিচালিত সিনেমাটি ঘিরে এতো এতো আলোচনা আর প্রতীক্ষার পর দেখা গেল, দর্শকরা অধিকাংশই হতাশ। তার ফল গিয়ে পড়লো আইএমডিবি র‌্যাংকিংয়ে। সিনেমাটি লজ্জাজনকভাবে মাত্র ২ দশমিক ০ পয়েন্ট পেয়েছে র‌্যাংকিংয়ে।  

এর আগে সালমান খানের সিনেমাগুলোর মধ্যে সর্বনিম্ন স্কোর পেয়েছিল ‘রেস থ্রি’। সিনেমাটির আইএমডিবি স্কোর ছিল মাত্র ১ দশমিক ৯। এর পরেই দ্বিতীয় স্থানে জায়গা করে নিলো ‘রাধে’।

‘রাধে’  নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন দর্শক ও ‘ভাইজান’র অনুরাগীরা। অন্যদিক সুশান্ত সিং রাজপুতের অনুরাগীরা আগেই সিনেমাটি বয়কট করার ঘোষণা দিয়েছেন। সব মিলিয়ে অনেক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে সিনেমাটি।  

‘রাধে’ সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন দিশা পাটানি। এছাড়াও রয়েছেন রণদীপ হুদা, জ্যাকি শ্রফসহ অনেকেই। তবে কিছুতেই সিনেমার সাফল্য রক্ষা করতে পারলো না।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মে ১৫, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।