ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বিনোদন

চলে গেলেন সোলসের ড্রামার সুব্রত বড়ুয়া রনি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৮, মে ২৬, ২০২১
চলে গেলেন সোলসের ড্রামার সুব্রত বড়ুয়া রনি সুব্রত বড়ুয়া রনি

দেশে অন্যতম জনপ্রিয় ব্যান্ড সোলসের প্রতিষ্ঠাতা সদস্য ও নন্দিত ড্রামার সুব্রত বড়ুয়া রনি আর নেই (৬৫)। বুধবার (২৬ মে) ভোরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

ফেসবুকে সুব্রত বড়ুয়া রনির মৃত্যুর খবরটি জানিয়েছেন সোলসের লিড গিটার ও ভোকাল পার্থ বড়ুয়া।

জানা গেছে, রনি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। নিয়মিত চিকিৎসা চলছিল তার। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে গেলেন তিনি।

পারিবারিক একটি সূত্রে জানা গেছে, শুরুতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ রাখা হবে চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে। সেখানে যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে নগরের মোহরা এলাকার বৌদ্ধবিহারে ধর্মীয় রীতিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানালেন চট্টগ্রামের অরিন্দম নাট্যসম্প্রদায়ের শাহরিয়ার আদনান।

পাঁচ দশক ধরে সংগীতের সঙ্গে জড়িত ছিলেন সুব্রত বড়ুয়া রনি। ১৯৭২ সালে চট্টগ্রামের কয়েক জন তরুণের সঙ্গে ‘সুরেলা’ ব্যান্ড গঠন করেন এই ড্রামার। ১৯৭৩ সালে সেই ব্যান্ডের নাম পরিবর্তন করে ‘সোলস’ রাখা হয়।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, মে ২৬, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।