অভিনেতা শামীম হাসান সরকার ও তামিম মৃধা অভিনয়ের পাশাপাশি দারুণ গান করেন। ‘মানিক রতন’ নামের নতুন একটি নাটকে তাদের অভিনয় দেখা যাবে এবং সঙ্গে গান গাইতেও শোনা যাবে।
গানের কথা লিখেছেন ও সুর করেছেন তামিম মৃধা, সংগীতায়োজনে আরাফাত মহসিন নিধি।
নাটকটি যৌথভাবে লিখেছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও কে এম সোহাগ রানা।
নাটকটি প্রসঙ্গে রাজ বলেন, ‘মানিক রতন মজার দুই তরুণের গল্প। মানিক ও রতন চরিত্রে শামীম হাসান সরকার ও তামিম মৃধার অভিনয় দর্শকদের আনন্দ দেবে আশা করি। তারা ভালো গানও গাইতে পারেন। তাই নাটকের গানটি তাদের দিয়েই গাওয়ানো হয়েছে। ’
নাটকটিতে দেখা যাবে, মানিক ও রতন দুই অন্তরঙ্গ বন্ধু। তারা সারাদিন একসঙ্গে থাকেন। তাদের স্বভাব একইরকম। দুই বন্ধু হুবহু একই পোশাক পরেন। দুষ্টুমিতে সবার আগে থাকেন তারা। কিন্তু লেখাপড়ায় মন নেই। তাদের মানিকজোড় মনে করে সবাই।
সিনেমাওয়ালার প্রযোজনায় ‘মানিক রতন’ নাটকে আরও অভিনয় করেছেন সারিকা সাবাহ, শামীমা নাজনীন ও লেনিন। এর চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির, সম্পাদনায় রাশেদ রাব্বী। আবহ সংগীত করেছেন নাভেদ পারভেজ।
নির্মাতা জানান, চলতি মাসেই ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে উপভোগ করা যাবে ‘মানিক রতন’।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২১
জেআইএম