বলিউড অভিনেতা শাহরুখ খানের মেয়ে সুহানা খান অভিনয় না করলেও সামাজিক মাধ্যমে বেশ পরিচিত। তার ছবি, ভিডিও এবং স্টাইল ফ্যানেদের মুগ্ধ করে রাখে।
যে কিশোরী দেখতে হুবহু সুহানার মতোই। যা দেখে অনেকেই বলছেন এই মেয়েটিও শাহরুখের! তা না হলে এত মিল হয় কি করে!
জানা গেছে, সুহানার মতো দেখতে মেয়েটির নাম ইশা জৈন। তার মতোই শারিরীক গঠন, আদব-কায়দা, চুলের স্টাইল এমনকী ঠোঁট ও হাসির কায়দাও হুবহু সুহানার মতো। যে কারণে সামজিক মাধ্যমে তার একটি ছবি রাতারাতি ভাইরাল হয়ে যায়।
বলিউডের বিনোদন ভিত্তিক সংবাদমাধ্যমের খবর, ইশা জৈনের ইনস্টাগ্রামে ১ লক্ষ ৩০ হাজার ফলোয়ার রয়েছে। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন, যাতে তাকে হুবহু সুহানা খানের মতো দেখতে লাগছে।
ঈশার ছবি ভক্তরা শাহরুখ খানকে ট্যাগ করে কমেন্ট করেছেন। কেউ কেই মজা করে লেখেন, তাহলে শাহরুখ খান আপনি কি সত্যিই আপনার যমজ মেয়েকে হারিয়ে ফেলেছেন? তবে এ বিষয় নিয়ে শাহরুখ খান, সুহানা বা তার পরিবারের কেই কোনও কথা বলেননি।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
এনএটি