ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

বিনোদন

নাইমের শরীরে অস্ত্রোপচার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০২, নভেম্বর ৭, ২০২১
নাইমের শরীরে অস্ত্রোপচার নাইম

এক সময়ের বড়পর্দা কাঁপানো অভিনেতা খাজা নাইম মুরাদ তথা চিত্রনায়ক নাইম রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (০৬ নভেম্বর) রাতে তার বাইপাস সার্জারি হয়েছে।

 

নাইম ও তার স্ত্রী শাবনাজের যৌথভাবে পরিচালিত ফেসবুকে পেজ থেকে বিষয়টি জানানো হয়েছে।

একটি ছবি পোস্ট করে লেখা হয়, ‘আপনাদের সবার প্রিয় নাইম ভাইয়ের গতকাল রাতে বাইপাস অপারেশন হয়েছে। আল্লাহর অশেষ রহমতে এখন ভালো আছেন। আপনারা সবাই নাইমের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের নেক হেদায়েত দান করুন। আমিন। ’

১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত এহতেশামের ‘চাঁদনী’ সিনেমার মধ্যে দিয়ে রূপালি পর্দায় একসঙ্গে পথচলা শুরু করেন চিত্রনায়ক নাইম ও চিত্রনায়িকা শাবনাজ। এরপর আরও বহু সিনেমায় জুটি বেঁধেছেন তারা। ১৯৯৪ সালের ৫ অক্টোবর নাইম-শাবনাজ বিয়ে করেন।  

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।