ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

বিনোদন

অমিতাভ বচ্চনকে অপেক্ষা করালেন কপিল!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৬, নভেম্বর ৯, ২০২১
অমিতাভ বচ্চনকে অপেক্ষা করালেন কপিল! অমিতাভ বচ্চন-কপিল শর্মা

‘লেট লতিফ’ হিসেবে বিখ্যাত কপিল শর্মা। এবার বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনকেও বসিয়ে রাখতেও দু’বার ভাবেননি তিনি! 

‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে এবার অমিতাভের অতিথি ছিলেন কপিল শর্মা।

সঙ্গে অভিনেতা সোনু সুদ। অনুষ্ঠানে এসে প্রথমেই ‘রিমঝিম গিরে সাওন’-এর সুর তুলেন কপিল। গান শেষ হতেই কপিলের দেরি করে আসার কথা মনে করিয়ে দিলেন অমিতাভ বচ্চন।  

এ অভিনেতা বললেন, আজ আপনি একদম ঠিক সময়ে এসেছেন। আপনাকে ডাকা হয়েছিল ১২টা নাগাদ। আর আপনি সাড়ে চারটা সময় হাজির হয়েছেন। অমিতাভের এই কথা শুনে হাসি চেপে রাখতে পারেননি কপিল।

কপিলের দেরি করে আসার অভ্যাস নতুন নয়। শোনা যায়, বেশ কিছু বছর আগে অজয় দেবগণ, শাহরুখ খানের মতো তারকাদেরও এক শুটিংয়ে অপেক্ষা করিয়েছিলেন তিনি। শেষমেশ নাকি সেই শুটিংই বাতিল হয়ে যায়।

দেরি করে আসলেও সোনুকে সঙ্গী করে অনুষ্ঠান মাতিয়ে রাখলেন কপিল। তার কাণ্ডকারখানা দেখে হাসি চেপে রাখতে পারেননি স্বয়ং অমিতাভ বচ্চনও।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।