ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিজয় দিবসে শহীদ সার্জেন্ট মহি আলমের অজানা গল্প

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
বিজয় দিবসে শহীদ সার্জেন্ট মহি আলমের অজানা গল্প ‘দুইটি যুদ্ধের একটি গল্প’র দৃশ্য

শহীদ সার্জেন্ট মহি আলম ১৯৭১ সালের ১৭ নভেম্বর মহান মুক্তিযুদ্ধে বাঁশখালী উপজেলার সাধনপুর বোর্ড অফিস রাজাকার ক্যাম্পে অপারেশনের সময় রহস্যজনকভাবে শহীদ হন।

তার অজানা গল্প নিয়ে নির্মিত ডকু-ড্রামা ‘দুইটি যুদ্ধের একটি গল্প’ বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) প্রচার হবে টেলিভিশনের পর্দায়।

সত্য ঘটনা অবলম্বনে মুক্তিযুদ্ধ বিষয়ক ডকু-ড্রামাটি রচনা করেছেন ফাহমিদুর রহমান। পরিচালনা করেছেন ফুয়াদ চৌধুরীর।

এতে মহি আলম চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন রিয়াদ রায়হান, মারজান চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন অহনা মিথুন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মির্জা শাখেছেপ শাকিব, সাইদুর রহমান পাভেল, জয়শ্রী মজুমদার লতা ও চট্টগ্রামের নান্দিমুখ থিয়েটারের একদল নাট্যকর্মী।  

দীপ্ত টিভির উদ্যোগে সাক্ষাৎকার এবং ঘটনার নাটকীয় দৃশ্যায়নের মাধ্যমে ‘দুইটি যুদ্ধের একটি গল্প’ নির্মিত হয়েছে। শহীদ মহি আলম চৌধুরীর মহান আত্মত্যাগকে মূল উপজীব্য রেখে, মারজান বেগম কে চৌধুরী একজন শহীদ মুক্তিযোদ্ধার স্বীকৃতি আদায় করতে গিয়ে যে আরেক যুদ্ধ করতে হয়েছে, সেটাই এই প্রামাণ্যচিত্রে প্রতিপাদ্য।  

বিজয় দিবস উপলক্ষে দীপ্ত টিভিতে ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২টা ১০মিনিটে প্রচার হবে ডকু-ড্রামা ‘দুইটি যুদ্ধের একটি গল্প’।  

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।